ঢাকা, ০৩ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৫৬

কুড়িগ্রামে বন্যায় ৬২ হাজার মানুষ পানিবন্দী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩০ ১৫ জুলাই ২০২৩  

কুড়িগ্রাম জেলার ৬২ হাজার ৮৮০ মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। নদী ভাঙনের শিকার হয়েছে ১ হাজার ৬৬৫টি পরিবার।

 

সার্বিক বন্যা পরিস্থিতিতে দেখা গেছে, কয়েকটি নদ-নদীর পানি সামান্য কমলেও এখনও ধরলা ও দুধকুমারের পানি  বিপৎসীমার উপর দিয়ে বইছে। তিস্তা ও ব্রহ্মপুত্রের পানিও বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। 

 

জেলা প্রশাসনের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সুত্রে জানা গেছে, জেলার ৪৫টি ইউনিয়নের ১৮৫টি গ্রামের ১৫ হাজার ৭২০টি পরিবারের ৬২ হাজার ৮৮০ মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। এরমধ্যে নদী ভাঙনের শিকার হয়েছে ১ হাজার ৬৬৫টি পরিবার। 

 

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, ইতিমধ্যে ২২৫ টন চাল, ৮ লাখ ৫০ হাজার টাকা ও ৩০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে। যা বিতরণ শুরু হয়েছে।  

 

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, আগামী ১৭ জুলাই পর্যন্ত ব্রহ্মপুত্রের পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর