ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২২৬

কুয়াকাটা সৈকতে হাজারো জেলিফিশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১৫ ২৫ মার্চ ২০২৪  

পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র সৈকতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে হাজারো মৃত জেলিফিশ। গত শনিবার থেকে জোয়ারের পানিতে ভেসে এসেছে বিভিন্ন সাইজের এ জেলিফিশ। পটুয়াখালী জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছেসাগরের পানিতে সহনীয় মাত্রায় লবনাক্ততা থাকায় উপকূলীয় এলাকার জলসীমায় এর আধিক্যতা দেখা দিয়েছে।


দ্রুত মৃত এ জেলিফিশ অপসারণ করা না হলে কুয়াকাটার পরিবেশ বিপন্ন হওয়ার আশংকা রয়েছে। স্থানীয় জেলে হাসন আলী বলেন' সাগরে একেক জনের জালে ৫০/৬০ টি  জেলিফিশ ধরা পড়ছে। এতে জেলিফিশের আঠালো পদার্থের কারনে অধিকাংশ জেলের জাল নষ্ট হয়ে যাচ্ছে। অনেকের জাল কেটে দিতে বাধ্য হয়েছে।


কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিত্যানন্দ হাওলাদার জানান, সমুদ্র তটে বিক্ষিপ্ত ভাবে পড়ে থাকা জেলিফিশ দ্রুত অপসারণ না করা হলে এ গুলো পচেঁ গলে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশ বিপন্ন হওয়ার আশংকা রয়েছে।