ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪৪৪

কুয়েতে নির্মিত হচ্ছে ১ কিলোমিটার উঁচু ‘বুর্জ মোবারক’ টাওয়ার!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৪৯ ১০ এপ্রিল ২০২৩  

কুয়েতে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার ‘‌বুর্জ মোবারক’। প্রায় এক কিলোমিটার উচু টাওয়ারটি হবে কুয়েতের মাদিনাত আল হারির বা সিল্ক সিটির প্রধান আকর্ষণ। খবর : অ্যারাবিয়ান বিজনেস।


২০২৩ সালের মধ্যে মাদিনাত আল হারির নির্মাণ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। সিল্ক সিটির প্রাণকেন্দ্রে নির্মিত হবে বুর্জ মোবারক। যার পুরো নির্মাণ যজ্ঞ শেষ হতে সময় লাগবে ২৫ বছর। আরব্য রূপকথা আলিফ লায়লা বা এক হাজার এক আরব্য রজনীর সঙ্গে মিল রেখে এ টাওয়ারের উচ্চতা হবে ১০০১ মিটার।

 

এতে ২৩৪ টি ফ্লোর থাকবে এবং ৭ হাজার মানুষ বসবাসের সুযোগ পাবে। সিল্ক সিটি প্রকল্পে ৪ লাখ ৩০ হাজার কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া প্রকল্পটিতে স্থানীয় ও বিদেশী বিনিয়োগ আসবে। পুরো প্রকল্পে ৭ লাখ বাসিন্দা বসবাস করতে পারবে।

 

নির্মাণযজ্ঞ শেষ হলে দুবাইয়ের বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে বুর্জ মোবারক। বর্তমানে বিশ্বের সবচেয়ে উচু স্থাপনা বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার।