ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
৩২৬

কে এই দেলোয়ার?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩০ ৭ অক্টোবর ২০২০  

দেশব্যাপী এখন পরিচিত নাম দেলোয়ার। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণ করে আলোচনায় এসেছে সে। বহুল আলোচিত ঘটনার পর পলাতক ছিল। অবশেষে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার রাজনৈতিক পরিচয় কী? উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 

 

২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপির প্রভাবশালী নেতা জয়নুল আবদিন ফারুকের বাসায় কাজ করত দেলোয়ার। সেখান থেকেই তার দুর্বৃত্তায়নের শুরু হয়। 

 

ওই সময় বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন জয়নুল। সেজন্য লাঠিয়াল বাহিনী পুষতেন তিনি। সেই লাঠিয়াল বাহিনীর অন্যতম সদস্য ছিল দেলোয়ার। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই সে ছিল অগ্রযোদ্ধা। 

 

ওই সময় অনেক অপকর্ম করে দেলোয়ার। কিন্তু তাকে আইনের আওতায় আনা হয়নি। পরে বিএনপি-জামায়াত সরকারের পতন হয়। ফলে বিএনপি থেকে আস্তে আস্তে সরে আসে সে। 

 

একপর্যায়ে ধীরে ধীরে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে দেলোয়ার। তবে দলীয় কোনও পদ-পদবী ছিল না তার। সে লীগের রাজনীতির সঙ্গে কখনও যুক্ত ছিল না। 

 

মূলত বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দেলোয়ার। নারী নির্যাতনসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত সে। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ ছিল। 

 

সম্প্রতি নারী ধর্ষণে নাম আসার পর থেকে আলোচনায় দুর্ধর্ষ এ তরুণ। বিএনপি-জামায়াতে গড়া তার বাহিনী।

 

প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর রাতে একলাছপুর ইউনিয়নের খালপাড় এলাকায় ওই গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন চালায় দেলোয়ার বাহিনী। ঘটনার ৩২ দিন পর সেই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। 

 
ভিডিওতে দেখা যায়, নির্যাতনকারীরা ওই গৃহবধূর পোশাক কেড়ে নিচ্ছে। তার বিরুদ্ধে আজেবাজে বলছে। প্রাণপণে নিজেকে রক্ষার চেষ্টা করেন এবং হামলাকারীদের ‘বাবা’ ডাকেন, তাদের পায়ে ধরেন তিনি। কিন্তু তারা ভিডিও ধারণ বন্ধ করেনি। 

 

বরং দুর্বৃত্তদের একজন ভুক্তভোগীর মুখমণ্ডলে লাথি মারে ও পা দিয়ে মুখসহ শরীর মাড়িয়ে দেয়। পরে লাঠি দিয়ে তাকে আঘাত করতে থাকে একজন। ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে দেয়ার উল্লাস প্রকাশ করে ‘ফেসবুক’ ‘ফেসবুক’ বলে চিৎকার করে আরেকজন।

 

গত রোববার রাতে নির্যাতনের শিকার সেই নারী বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং আইসিটি আইনে দুটি মামলা করেন। এ নিয়ে ন্যাক্কারজনক ওই ঘটনায় ৪ এজাহারভুক্ত আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মানবাধিকার কমিশন বলছে, ওই নারীকে এর আগে আরও দুইবার ধর্ষণ করে দেলোয়ার। এরকম বহু অপরাধ কর্মের সঙ্গে জড়িত সে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর