ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৬৫

কেউ কি ঈর্ষা করছে, কীভাবে বুঝবেন?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৪৩ ৫ এপ্রিল ২০২১  

বন্ধু, ভাই-বোন, সহকর্মী। এমনকি নিজের সঙ্গী। সে যিনিই হোন না কেন, ঈর্ষা ঢুকে পড়তেই পারে সম্পর্কের মধ্যে। এ প্রবণতা সবসময় হয়তো নিয়ন্ত্রণ করাও যায় না। তার চেয়েও বড় কথা বোঝাই যায় না অনেক ক্ষেত্রে, পরিস্থিতি ঠিক কখন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে।
কীভাবে বুঝে নিতে হবে কেউ আপনাকে ঈর্ষা করছেন কি না? রইল তার তিন উপায়।


কেউ কি নকল করছে
এমন অনেক পরিচিত মানুষ থাকেন, যাদের দেখে বোঝা যায়; তারা সর্বক্ষণ নকল করছেন আপনাকে। তেমন কাউকে যদি দেখতে পান, তবে একটা বিষয় খেয়াল রাখা প্রয়োজন, এমন হতেই পারে যে নকল করার প্রবণতা আসছে ঈর্ষা থেকেই।


বারবার খামতির কথা উল্লেখ করছে
ভালো দিকগুলো না দেখে যদি কেউ সর্বক্ষণ খামতিটা দেখেন, তখন বুঝতে হবে কিছু সমস্যা আছে। সাধারণত আরেকজনের ত্রুটি খুঁজে বা করার ইচ্ছা তখনই হয়, যখন তার প্রতি ঈর্ষা জন্মায়।


প্রতিযোগিতার প্রবণতা
খেয়াল করলে দেখা যাবে, সারাক্ষণ নিজেকে কেউ আপনার থেকে বেশি গুরুত্বপূর্ণ বা প্রভাবশালী প্রমাণ করার চেষ্টা করছেন। তেমন প্রবণতা দেখতে পেলে বুঝতে হবে আপনাকে নিয়ে সমস্যায় পড়েছেন তিনি। নিশ্চয়ই হিংসা করছেন। তাই আপনার চেয়ে নিজের সবকিছু বেশি ভালো দেখানোর চেষ্টা। 


কেউ ঈর্ষা করলে তাকে আটকানো যাবে না। তবে জেনে রাখা সবসময়েই ভালো, কে ঈর্ষা করছে আপনাকে।