ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১১২৬

কেন খাবেন মাশরুম?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০১ ১৯ জুন ২০১৯  

মাশরুম পরিচিত একটি খাবার। এর রয়েছে নানাবিধ উপকারি দিক। টিবি কমাতে নানারকম অ্যান্টিবায়োটিক এখন পাওয়া যায়। তবে ঘরোয়া উপায়েও তা কমানো সম্ভব। এর সবচেয়ে কার্যকর উপকরণ হলো মাশরুম বা ছত্রাক।

নিয়মিত এটি খেলে টিবিকে হারানো সম্ভব। বেশ আগেভাগেই তা মেনে নিয়েছেন চিকিৎসকরা। সূর্যালোকের সাহায্যে তৈরি হওয়া মাশরুম তা হ্রাসে সাহায্য করে।

টাটকা অয়েস্টার মাশরুমে কোনো ভিটামিন ডি নেই। তবে এর ওপরে সূর্যের আলো পড়লেই এ উৎসে পরিণত হয়।

টিবি রোগীদের জন্য ভিটামিন ডি অত্যন্ত প্রয়োজনীয়। এ রোগের জীবাণু নষ্ট করতে এর উল্লেখযোগ্য ভূমিকা আছে। রোদে শুকিয়ে নিয়ে সেই মাশরুম খাদ্য তালিকায় রাখলে তা টিবি রোগীদের জন্য খুবই ভালো।

জার্মান গবেষকরা জানিয়েছেন, উন্নয়নশীল দেশগুলোতে ভিটামিনের অভাবে প্রতিবছর টিবিতে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু হয়।

সেখানে সস্তা অয়েস্টার মাশরুম অত্যন্ত কার্যকরী ভূমিকা নিতে পারে। অ্যান্টি-টিবি ড্রাগের ডোজ চলাকালীন নানাভাবে রোদে শুকিয়ে নেয়া মাশরুম খেলে ভালো ফল পাওয়া যাবে।