ঢাকা, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩২৬

কেমন হবে বদলে যাওয়া চ্যাম্পিয়নস লিগ?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৩১ ১৫ ডিসেম্বর ২০২৩  

আগামী মৌসুম থেকে বদলে যাচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর চ্যাম্পিয়নস লিগের ফরম্যাট। গতকালের গ্রুপ পর্বের ম্যাচই ছিল দীর্ঘদিনের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ অধ্যায়। পরের মৌসুম থেকে বদলে যাচ্ছে পুরো চ্যাম্পিয়ন্স লিগের কাঠামো। খেলা হবে লিগ ফরম্যাটে।   

 

২০২৪-২৫ মৌসুম থেকে চ্যাম্পিয়ন্স লিগে দলের সংখ্যা যেমন বাড়বে, তেমনি বাদ পড়ে যাবে গ্রুপ পর্বের নিয়ম। মূলত শীর্ষ পর্যায়ের ফুটবলে আরও বেশি ক্লাবকে সংযুক্ত করার পরিকল্পনা থেকেই এমন নতুন ধরণের চ্যাম্পিয়ন্স লিগ। তবে লিগ ফরম্যাটে এমন চ্যাম্পিয়ন্স লিগেও সব দল একে অপরের বিপক্ষে খেলবে না।

 

৩৬টি দল ড্রয়ের মাধ্যমে চারটি গ্রুপে ভাগ হবে। ১ নম্বর পটে থাকবে বর্তমান চ্যাম্পিয়ন এবং র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা সেরা আট দল। ২ নম্বর পটে থাকবে ইউরোপা লিগ জয়ী দল এবং শীর্ষ লিগগুলোর চ্যাম্পিয়ন দল। এতে প্রতিটি দল আটটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এর মধ্যে চারটি করে হোম অ্যান্ড অ্যাওয়ে।

 

লিগ পর্ব শেষে শীর্ষ আট দল উঠে যাবে নকআউটে। এরপর টেবিলের নবম থেকে ২৪তম দল দুই লেগের প্লে অফ খেলবে শেষ ষোলোয় বাকি আটটি স্থানের জন্য। আর ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা ক্লাবগুলো সরাসরি ইউরোপিয়ান ফুটবলের সব ধরনের প্রতিযোগিতা থেকে বাদ পড়বে। লিগ পর্বে পারফরম্যান্সের দিক থেকে ওপরের দিকে থাকা দলগুলো নক আউটের ড্রতে সুবিধা পাবে। 

 

এখানেও আছে আরও কিছু শর্ত। একই লিগের দুটি ক্লাব লিগ পর্বে একে অপরের বিপক্ষে খেলবে না। তবে একই ঘরোয়া লিগ থেকে চারটি বা তার চেয়ে বেশি ক্লাব এক পটে থাকলে যেকোনো একটি ক্লাবের বিপক্ষেই কেবল খেলতে হবে। নকআউট পর্ব থেকে অবশ্য স্বাভাবিক নিয়মেই চলবে খেলাগুলো। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর