ঢাকা, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৫৯

কোপা আমেরিকা ২০২৪ : ছিটকে পড়ল ব্রাজিল, সেমিতে উরুগুয়ে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৫ ৭ জুলাই ২০২৪  

কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠার লড়াই। পুরো ম্যাচেই গোল করতে পারেনি ব্রাজিল ও উরুগুয়ে। শেষমেষ ট্রাইবেকারে ভাগ্য নির্ধারণ হয়েছে দু দলের। 
 ৭৪ মিনিটে মিডফিল্ডার নাহিতাস নান্দেজ লাল কার্ড দেখায় উরুগুইয়ানরা দশজনের দলে পরিণত হয়। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ দরিভাল জুনিয়রের ব্রাজিল। শেষপর্যন্ত গোলশূন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে।  এডার মিলিটাও এবং ডগলাস লুইসের দুটি ব্যর্থ শটে স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলের, বিপরীতে সেমিফাইনালে উঠেছে উরুগুয়ে।

খেলা দেখে মনে হয়েছে টাইব্রেকারের স্নায়ুচাপ সামলাতে পারেনি ব্রাজিল। সর্বশেষ কাতার বিশ্বকাপের পর থেকেই নিজেদের ছন্দ খুঁজে ফেরা দলটি লাস ভেগাসের অ্যালিগায়েন্ট স্টেডিয়ামেও ভিন্ন কিছু করতে পারেনি। দরিভাল জুনিয়র অল্প সময়ে দলটিকে গুছিয়ে তোলার আভাস দিলেও, ফিনিশিং ও মাঝমাঠে  দুর্বলতা টের পাওয়া গেছে। যার সমাপ্তি ঘটিয়ে টাইব্রেকারে উরুগুয়ে জিতেছে ৪-২ গোলে।
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর