ঢাকা, ৩০ নভেম্বর শনিবার, ২০২৪ || ১৬ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৯৬

কোন দেশ কত অনুদান দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪২ ১৬ এপ্রিল ২০২০  

প্রতি বছর যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ৫ কোটি ৮০ লাখ ডলার অনুদান দিত বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। এর পরই চীন দিত ২ কোটি ৯ লাখ মার্কিন ডলার। এছাড়া জাপান ২ কোটি ১ লাখ, জার্মানি ১ কোটি ৫ লাখ এবং যুক্তরাজ্য ১ কোটি ১ লাখ মার্কিন ডলার অনুদান দিয়ে আসছিল ওই সংস্থাকে।

 

এ অবস্থায় করোনাভাইরাস মোকাবেলায় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (হু) দেয়া তহবিল স্থগিত করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

 

রীতিমতো সংবাদ সম্মেলন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেয়া আর্থিক অনুদান বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

বেশ কিছু দিন ধরেই ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আর্থিক অনুদান বন্ধ করে দেয়ার হুমকি দিচ্ছিলেন, বুধবারই হুমকিকে বাস্তবে রূপ দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

 

ট্রাম্পের অভিযোগ, সময় থাকতে করোনাভাইরাস নিয়ে সচেতন করা বা অবগত করার কাজ করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

আর্থিক সাহায্যকারী দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্রের স্থান সবার আগে এবং সে কারণেই টাকা দেয়া বন্ধ করার সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী চাপে ফেলবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে।

 

মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, করোনাভাইরাস পরিস্থিতির ঠিকমতো মোকাবেলা করতে পারছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রাণঘাতী এ ভাইরাসের কারণে সারাবিশ্বে ১ লাখ ৩৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর সংক্রমিত হয়েছে ২০ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ।

 

যুক্তরাষ্ট্র প্রথমে গুরুত্ব না দিলেও এখন সর্বশক্তি দিয়ে লড়ছে করোনাভাইরাসের বিরুদ্ধে।

 

ট্রাম্পের অভিযোগ, করোনাভাইরাস সম্পর্কে ভুল তথ্য দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনের দেয়া তথ্যের ওপর ভরসা করায় বিশ্বের অনেক ক্ষতি হয়েছে বলেও অভিযোগ ট্রাম্পের।

 

ট্রাম্প বলেন, “হু-কে প্রচুর অর্থ সাহায্য করে আমেরিকা। কিন্তু দেশে যখন ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করেছিলাম করোনার সংক্রমণ ঠেকাতে, তারা আমার সমালোচনা করেছিল। আমার এই কাজকে সমর্থন করেনি।”

 

তাঁর আরও মন্তব্য, “অনেক ভুল বার্তা দিয়েছে হু। অনেক আগে থেকে তারা সব কিছু জানত, কিন্তু সেটা জানায়নি।” চীনের হয়েই কাজ করেছে হু, এমন অভিযোগও তুলেছেন ট্রাম্প।

 

মার্কিন সেনেটর তথা সেনেটের ফরেন রিলেশন কমিটির চেয়ারম্যান জিম রিস্কও হু-র বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি বলেছেন, “করোনাভাইরাস নিয়ে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছে হু। এর ফলে শুধু আমেরিকার ক্ষতি হয়নি, গোটা বিশ্বকে এর ফল ভুগতে হচ্ছে।”

 

হু-র ডিরেক্টর জেনারেলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন জিম। করোনাভাইরাস নিয়ে রাজনীতি করা হচ্ছে বলেও মত জিমের। এ ব্যাপারে হু-র বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন তিনি।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর