ঢাকা, ০৮ সেপ্টেম্বর রোববার, ২০২৪ || ২৪ ভাদ্র ১৪৩১
good-food
১৪১

কোপা ফাইনাল সোমবার, টিকিটের দাম ৭৮ লাখ টাকা!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:২৪ ১৩ জুলাই ২০২৪  

সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ৪৮তম কোপা আমেরিকা ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। ফ্লোরিডার মিয়ামিতে হার্ড রক স্টেডিয়ামে এ শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিটের দাম সর্বোচ্চ ৬৬ হাজার ৭৬৫ ডলারে ঠেকেছে (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৭৮ লাখ টাকা)। আবার গড় সর্বনিম্ন দাম ২ হাজার ১৩৭ ডলার (প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা)!

 

কোপায় টানা দ্বিতীয় শিরোপার সামনে আর্জেন্টিনা। কলম্বিয়াও দ্বিতীয় শিরোপার লক্ষ্যে খেলবে। তারা সেমিফাইনালে উরুগুয়েকে হারিয়েছে। হামেশ রদ্রিগেজরা অপরাজিত ২৮ ম্যাচে। এ দুই দলের ম্যাচ ঘিরে এখন উন্মাদনা চরমে পৌঁছেছে, যা টিকিটের মূল্য দেখেই অনুমান করা যায়।

 

ফোর্বসের প্রতিবেদনে জানা গেছে, বিভিন্ন টিকিট সার্ভিসিং প্রতিষ্ঠানগুলোয় গড়ে সর্বনিম্ন ২ হাজার ১৩৭ ডলারে বিক্রি হচ্ছে কোপা আমেরিকার ফাইনালের টিকিট। মূলত ৩৭ বছর বয়সী সুপারস্টার লিওনেল মেসির কারণেই ম্যাচের আকর্ষণ বেড়ে গেছে। ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে ফিফা বিশ্বকাপের পর আরেকটি ট্রফি ছোঁয়ার অপেক্ষায় মেসি। অনেকেরই ধারণা, এবার শিরোপা জিতলে আর্জেন্টিনাকে বিদায় বলে দিতে পারেন। সমর্থকরা তাই মেসির হাতে শিরোপা দেখতে উন্মুখ হয়ে আছেন। তাই বিভিন্ন রিসেলার প্রতিষ্ঠানগুলোয় বেড়ে গেছে টিকিটের মূল্য। 

 

দি অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, টুর্নামেন্টের আগের ম্যাচগুলোয় গড়ে ২০০ ডলারে পাওয়া গেছে টিকিট। ফাইনালের টিকিটের মূল্য বেড়ে গেছে প্রায় ১০ গুণ। ফলে টিকিটের গড় মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ২৪ ডলার। এই ম্যাচের সবচেয়ে দামি টিকিটের মূল্য ঠেকেছে ৬৬ হাজার ৭৬৫ ডলারে।