ঢাকা, ০৫ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪০১

কোরআন শিক্ষার স্কুলে অগ্নিকাণ্ড, ২৬ শিক্ষার্থী ও ২ শিক্ষক নিহত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫২ ১৯ সেপ্টেম্বর ২০১৯  

 লাইবেরিয়ার একটি কোরআন শিক্ষার স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৬ শিক্ষার্থী ও ২ শিক্ষক নিহত হয়েছেন। তাদের ছাত্রাবাসে আগুন ছড়িয়ে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পশ্চিম আফ্রিকার দেশটিতে এটি সবচেয়ে বড় দুর্ঘটনাগুলোর একটি। 
পুলিশ মুখপাত্র মোসেস কার্টার জানান, শিক্ষার্থীরা রাতে ওই স্কুলে ঘুমানোর সময় সেখানে এ আগুন ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রেসিডেন্ট জর্জ ওয়েহ রাজধানী মনরোভিয়ার উপকণ্ঠের পেনাসবিলে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এ অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
ওয়েহ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, আমরা নিহত শিক্ষার্থীদের বাবা-মাকে ভেঙে না পড়ে ধৈর্য ধরার অনুরোধ করেছি। কারণ, এটি তাদের অপূরণীয় ক্ষতি।
প্রেসিডেন্টের দপ্তর জানায়, অগ্নিকাণ্ডে দুই শিক্ষকের পাশাপাশি ১০ থেকে ২০ বছর বয়সের ২৬ শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন।
তবে পুলিশ মুখপাত্র জানান, ছাত্রাবাসটিতে ২৭ শিক্ষার্থী নিহত হয়েছেন।

শিশু বিভাগের পাঠকপ্রিয় খবর