ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৯৬

কোরিয়া থেকে ১৫০টি মিটারগেজ কোচ কিনছে রেলওয়ে

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:১৭ ৩০ জুলাই ২০২০  

দক্ষিণ কোরিয়া থেকে ১৫০টি যাত্রীবাহী মিটারগেজ কোচ আনতে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রেলওয়ে। চুক্তিমূল্য বাংলাদেশি টাকায় ৬৫৮ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা। ১৮ থেকে ৩০ মাসের মধ্যে কোচগুলো সরবরাহ পাওয়া যাবে।

 বুধবার রেলভবনে এ  সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

 রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের উপস্থিতিতে রেলওয়ের জন্য ২০টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ, ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ প্রকল্প’র আওতায় ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশ রেলওয়ের পক্ষে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক মো. হাসান মনসুর ও দক্ষিণ কোরিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান সুংশিন আরএসটি-পসকো ইন্টারন্যাশনালের কান্ট্রি ম্যানেজার।