ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৪২

ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রতিবছর মারা যাচ্ছে ৯১ হাজার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৩ ১৮ মার্চ ২০১৯  

বিশেষজ্ঞরা বলছেন, দেশে প্রতিবছর দেড় লাখেরও বেশি মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে। বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়ে বছরে মারা যাচ্ছে ৯১ হাজার ৩৩৯ জন।

ক্যান্সার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘গ্লোবোক্যানের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমান বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা ১৩ থেকে ১৫ লাখ।

সোমবার রাজধানীর রূপনগরে মনিপুর স্কুল ও কলেজে ‘সচেতনতায় জীবন বাঁচায়- শীর্ষক ক্যান্সার সচেতনতামূলক আলোচনা সভায় তারা এসব তথ্য তুলে ধরেন।

আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ মাসুমুল হক। মনিপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ২০৩০ সালের মধ্যে বিভিন্ন প্রকার ক্যান্সারে মৃত্যুর সংখ্যা প্রায় দ্বিগুণ হতে পারে। যার মূল ভুক্তভোগী হবে নিম্ন ও মধ্যম আয়ের দেশের জনগণ।

দেশে বর্তমানে গড়ে প্রায় ৪ কোটি পূর্ণবয়স্ক মানুষ বিভিন্ন উপায়ে তামাক ব্যবহার করে একথা তুলে ধরে বক্তারা বলেন, শুধু ধূমপান বর্জন করলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩৩ ভাগ পর্যন্ত হ্রাস করা সম্ভব।

বাংলাদেশে পুরুষদের মধ্যে প্রধান তিনটি ক্যান্সার হলো ফুসফুস, মুখ ও মুখগহ্বর এবং খাদ্যনালী ও পাকস্থলীর। নারীদের মধ্যে প্রধান ক্যান্সার তিনটি হলো স্তন, জরায়ু-মুখ ও মুখ ও মুখগহ্বরের বলে মূল প্রবন্ধে জানানো হয়।

কামাল আহমেদ মজুমদার বলেন, দেশের দরিদ্র জনগণকে স্বল্প খরচে ক্যান্সার চিকিৎসার সুবিধা নিশ্চিত করতে সরকার আন্তরিক। সরকার ১৬০০ কোটি টাকা ব্যয়ে ৮টি বিভাগে ১০০ শয্যাবিশিষ্ট ক্যান্সার সেন্টার নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। ফলে ক্যান্সারের আধুনিক চিকিৎসা সুবিধা দেশের সর্বত্র পৌঁছে দেয়া অনেকটাই সম্ভব হবে।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, অসচেতনতার কারণে বিভিন্ন বয়সের মানুষ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে। তাই খাদ্যাভ্যাসসহ জীবনযাপনের বিভিন্ন ত্রুটি সম্পর্কে সব বয়সী মানুষ, বিশেষ করে ছাত্রছাত্রীদের সচেতন করতে হবে। তিনি সকল বিষয়ে ছাত্রছাত্রীদের অবহিত করতে সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনের আহবান জানান।