ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৪২

ক্রেডিট কার্ড হারালে কী করবেন?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৮ ১৮ সেপ্টেম্বর ২০১৯  

ক্রেডিট কার্ড বিপদের বন্ধু। আবার এটিই হতে পারে দুঃসংবাদের কারণ। তাই একটু বুঝেশুনে ক্রেডিট কার্ড করুন। সবচেয়ে বড় কথা, এটি হারালে কি করতে হবে অনেকেই তা জানেন না। জেনে নিন ক্রেডিট কার্ড হারালে কী করবেন?

১. যখনই বুঝতে পারবেন কার্ডটি হারিয়ে গেছে, সঙ্গে সঙ্গে সেই ব্যাংকে জানিয়ে কার্ড লক করে দিন। ফলে এ কার্ড থেকে আর কেউ লেনদেন করতে পারবেন না। এরপর খুঁজে দেখুন কার্ডটি কোথাও পড়ে আছে কি না।

২. মোবাইলে অ্যালার্ট দিয়ে রাখুন। এতে কার্ডে কেউ কিছু পে করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে সেই তথ্য চলে আসবে।

৩. কার্ডের পাসওয়ার্ড কোথাও লিখে রাখবেন না। কাউকে দিবেনও না। বিশ্বস্ত ছাড়া অন্য কাউকে কার্ড ব্যবহার করতে দেবেন না।

৪. কেনাকাটা করার বিল দেয়ার সময় কাউন্টারের সামনে থাকুন।

৫. কার্ড যদি হ্যাক হয়, এটা বোঝার সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষের কাছে যান। তাদের সাহায্যে পিন নম্বর পরিবর্তন করে নিন।