ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
১০৯২

খালেদা জিয়ার জামিনের মেয়াদ আরো ৬ মাস বাড়ছে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২২ ৩ সেপ্টেম্বর ২০২০  

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে। আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার  বিকেলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।


মন্ত্রী বলেন, আগের শর্তে বেগম জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। তিনি বিদেশ যেতে পারবেন না।
উল্লেখ্য, প্রথমদফা কারামুক্তির পর খালেদা জিয়ার জামিন বৃদ্ধি করে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করে তার  পরিবার। আবেদনের প্রেক্ষিতে সরকার দ্বিতীয় দফায় ৬ মাস জামিন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।