ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫১৬

গণপরিবহনে বাড়তি ভাড়া ৩১ আগস্ট পর্যন্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২০ ২০ আগস্ট ২০২০  

আপাতত গণপরিবহনের বিদ্যমান ভাড়া আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় ফিরে যাবে মালিক সমিতি।
 বুধবার বিআরটিএ কার্যালয়ে  গণপরিবহনের মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক গত ৩১ মে থেকে গণপরিবহন চালুর সুযোগ দেয় সরকার। তখন ৬০ শতাংশ বাড়তি ভাড়ায় অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দেওয়া হয়। কিন্তু গত ঈদুল আজহার পর থেকে গণপরিবহনে অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করা হচ্ছে, সঙ্গে বাড়তি ভাড়াও নেওয়া হচ্ছে। এর প্রেক্ষিতে বাড়তি ভাড়া কমানোর দাবি তুলেছে অনেকে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী বিআরটিএ পরবর্তী সিদ্ধান্ত জানাবে । 
বৈঠক শেষে সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা গণমাধ্যমকে জানান, আমরা আসন খালি রেখে বর্ধিত ভাড়া আদায় করতে চাই না। আগের নিয়মে ফিরে যেতে চাই। বিষয়টি বিআরটিকে আমরা জানিয়েছি। 

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার  বলেন, ‘মালিক সমিতির দাবিগুলো সরকারের উচ্চ পর্যায়ে জানানো হবে। সেখান থেকে যে নির্দেশনা আসবে সেটাই পরে জানিয়ে দেব। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৩১ আগস্ট পর্যন্ত নিয়ন্ত্রিত চলাচলের নির্দেশনা আছে। ওই দিন পর্যন্ত বিদ্যমান ভাড়াই বহাল থাকবে।’

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর