ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৩৬১

গরম খবর আছে কাদেরের কাছে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৬ ২ অক্টোবর ২০১৯  

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান আরো জোরদার করা হবে। বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, একটু অপেক্ষা করুন, গরম খবর পাবেন। যখন জানাবো তখনই বুঝবেন কী ধরনের খবর। চাঁদাবাজ, ক্যাসিনো পরিচালনাকারী ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান আরো জোরদার করা হবে।
বিএনপি চেয়ারপার্সন প্রসঙ্গে তিনি বলেন, দলটির এক সদস্য বলেছেন জামিন পেলে বিদেশে যাবেন খালেদা জিয়া। উনি আমার সঙ্গেও দেখা করেছেন। আমাকেও একই কথা বলেছেন। বিষয়টি প্রধানমন্ত্রীকেও জানাতে বলেছেন। আমি উনাকে জানিয়েছি। জামিন দেয়ার এখতিয়ার আসলে আদালতের। এর কথা আমরা কীভাবে বলবো। বিচার বিভাগ তো স্বাধীন।
সেতুমন্ত্রী বলেন, যখন আদালত খালেদা জিয়াকে জামিন দেবেন তখন পক্ষে-বিপক্ষে কথা হবে। এটা বিচারকের বিষয়। উনার সঙ্গে তো আমাদের কোনও বিরোধ নেই।
বিএনপির আন্দোলনের হুমকির জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভেতরে ভেতরে উনারা সরকারের কাছে জামিন চাইলেও বাইরে বলছেন আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করবেন। আমি চাই তারা তা করুক। আমি তো তাদের এর ছিটেফোঁটাও দেখি না। বিদেশে বসে আন্দোলনের কর্মসূচি দিলে আন্দোলন হয় না। যদি তা করার সক্ষমতা থাকতো, তা হলে তাদের নেত্রীকে গ্রেফতারের পর পরই আন্দোলন হতো।
আগামী সম্মেলনে পারফর্ম্যান্সের ভিত্তিতে দলের নেতা নির্বাচন করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সম্মেলনে দলীয় কর্মীদের স্বচ্ছতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে। যারা অপকর্মের সঙ্গে জড়িত, যাদের বিরুদ্ধে জনগণের অভিযোগ আছে, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে জড়িত লোককে আমরা নেতৃতের পদে বসাবো না। এটাই আমাদের তৃণমূল পর্যায়ের সম্মেলন করার লক্ষ্য।
তিনি বলেন, আমাদের সাংগঠনিক সফর শুরু হয়েছে। ২১ সেপ্টেম্বর থেকে জেলাওয়ারি প্রতিনিধি সম্মেলন হয়েছে। ২০১২ সালের আগে যেসব জেলা-উপজেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। সেখানে আগে সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর অন্যগুলো হবে। আমাদের ১০ ডিসেম্বরের মধ্যে সব শেষ করার টার্গেট রয়েছে।