ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৭৩৪

গরিব-অসহায়দের ঘরে ছুটে চলেছে ইসরাফিল এমপির মানবিক সহায়তার গাড়ি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:২০ ১৯ এপ্রিল ২০২০  

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো : ইসরাফিল আলম এমপি। সম্প্রতি চারদিকে আলোচনায় এসেছে তাঁর নাম। তার নেতৃত্বে ছুটে চলছে মানবিক সহায়তার গাড়ি। এছাড়া তিনি নিজেই খাবার নিয়ে পৌঁছে দিচ্ছেন অভাবীদের বাড়ি বাড়ি। গরিব-অসহায় এবং নিম্নবিত্তদের ঘরে খাবারসহ সহায়তা সামগ্রী পৌঁছে দেয়ার এমন মহান কাজ অব্যাহত রাখার কথা জানালেন এ রাজনৈতিক ব্যক্তিত্ব।  

 

একেবারে তৃণমূলে সার্বিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি জানালেন, এলাকার মানুষকে ভালো রাখার জন্য, বিশেষ করে করোনার কারণে ক্ষতিগ্রস্তদের  জন্য দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

 

ইসরাফিল আলম এমপি  বললেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঘরে থাকার কথা বলছি; কারণ, অজ্ঞাত-অচিহ্নিত ও অদৃশ্য শক্তি করোনার বিরুদ্ধে যুদ্ধ করছি আমরা। পুরো পৃথিবীরই একই অবস্থা। কারণ, নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে শুধু সচেতনতাই পারে রুখে দিতে। করোনার সংক্রমণ প্রতিরোধের একমাত্র ব্যবস্থা ঘরে থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা। এ অবস্থায় ঘরে বসে থাকা কর্মহীন অসহায় হতদরিদ্র, গরীব নিম্ন আয়ের মানুষদের এবং যাদের ঘরে খাদ্য সংকট আছে এমন ব্যক্তিদের হটলাইনে ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে সাত দিনের করে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি।

 

পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে,  ইসরাফিল আলম এমপি আপনি নিজে বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন নিয়মিতভাবে। সেই ছবিগুলো বারবার ঘুরছে সোস্যাল মিডিয়ায়। - এ ব্যপারে অভিজ্ঞ এ পার্লামেন্টারিয়ান বললেন, খাদ্য সামগ্রী নিয়ে অভূক্তদের বাড়ি বাড়ি নিজেই যাচ্ছি। প্রথম ৭ দিনেই আমার নিজস্ব তহবিল থেকে আত্রাই-রাণীনগরে প্রায় ১৫ হাজার ব্যাগ খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছানো হয়েছে। আমি নিজেও পৌঁছে দিচ্ছি। সেই সাথে আমার পরিচালিত কয়েকটি ‘মানবিক সহায়তা গাড়ি’ দিয়ে পৌঁছে দিচ্ছি।

 

যতোদিন নভেল করোনার পরিস্থিতি স্থিতিশীল না হয়, ততোদিন ব্যক্তিগত এই কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন মো: ইসরাফিল আলম এমপি।   


নভেল করোনার এ মহামারির সময়কালে অসহায় ও হতদরিদ্র মানুষদের তালিকা তৈরীর বিষয়ে  ইসরাফিল আলম বললেন, আমি আত্রাই-রানীনগর থাকার এমপি। প্রত্যেকটি পরিবারের হাঁড়ির খবরই যদি না রাখতে পারতাম, এক সময়ের রক্তাক্ত জনপদে শান্তি ফিরিয়ে টানা চতুর্থবারের মতো এমপি হতাম না। 

 

তিনি বলেন, আমি নিজেও তালিকা করেছি। সেই সাথে হট লাইনের পাশাপাশিতার প্রিয় কিছু নেতৃবৃন্দের মাধ্যমে গোপনে ও প্রকাশ্যে গরীব ও অসহায়দের তালিকা করেছি। বিভিন্ন যানবাহণের মাধ্যমে তালিকা অনুযায়ী খাদ্য সামগ্রী পৌঁছে যাচ্ছে তাদের ঘরে। এই মহা সংকটে খাদ্য পেয়ে গরীব মানুষগুলো বেজায় খুশি।

 

মো: ইসরাফিল আলম এমপি  বলেন, দুঃখী মানুষের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে সরকারি মাধ্যমে ব্যাপক খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় ভিজিএফ, ভিজিডি, ১০টাকা কেজি চাল ও বিশেষ খাদ্য সহায়তা দিতে যে ব্যাপক ব্যবস্থা নিয়েছে তার সঠিক বাস্তবায়ন হলে কোনো মানুষই অভুক্ত থাকবে না। 

 

তিনি বলেন, নির্বাচনের সময় যে ভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছি, ঠিক সেভাবেই আমার নেতৃত্বে খাদ্য সামগ্রী অসহায়দের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। 

 

ইসরাফিল এমপি আরো বলেন, কেউ কেউ অমানবিক কাজে জড়িত হওয়ার চেষ্টা করছেন। এমন অভিযোগ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যাতে প্রকৃতভাবে ক্ষুধার্ত মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া যায় সে জন্য এলাকাবাসির সহযোগিতা কাম্য। জনগনকে বলছি, আপনারা করোনা মোকাবেলায় ঘরে বসে থাকুন, আতঙ্কিত না হয়ে সচেতন হোন।

 

মো: ইসরাফিল আলম এমপি বলেন, টেলিফোন , এসএমএস এবং অনলাইনের মাধ্যমে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক মানবিক খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে মানুষের ঘরে ঘরে। তবুও কেউ যেনো ক্ষুধার তাড়নায় ঘর থেকে বের হয়ে করোনা পরিস্থিতির শিকার না হয়।

 

সবার আন্তরিক সহযোগিতা ও পরামর্শ চাই যাতে প্রকৃত ক্ষুধার্ত মানুষগুলো খাবার পায়। কেউ দয়া করে স্বজনপ্রীতি ও অপ্রয়োজনীয় ব্যক্তিদের তালিকা প্রেরণ করে, এই মানবিক খাদ্য সহায়তার অপচয় করবেন না।

 

তিনি বলেন, আমাদের এই সহায়তা কারণে কোনো মানুষই অভুক্ত থাকার সুযোগ নাই। তবে দয়া করে সবাই সততা ও ন্যয়-নিষ্ঠা বজায় রাখবেন। বাংলাদেশ সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় সহায়তা দিতে যে ব্যাপক ব্যবস্থা নিয়েছে , তার সঠিক বাস্তবায়ন হলে কোন মানুষই অভুক্ত থাকবে না। কিন্তু সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে কেউ কেউ ভোটের অনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের অমানবিক কাজে জড়িত হচ্ছেন। সকলের আন্তরিক ও সৎ সহযোগিতা কামনা করছি। যাতে প্রকৃত ভাবে অভুক্ত বা ক্ষুধার্ত মানুষের ঘরে ক্ষুধার অন্ন পৌঁছে দিয়ে মানুষের জীবন রক্ষায় আমরা আল্লাহ পাকের রহমতে সহায়ক হতে পারি।

 

রবীন্দ্র গবেষক, সম্পাদক, মিডিয়া ব্যক্তিত্ব ও সংস্কৃতিজন ইসরাফিল আলম এমপি আরও জানালেন, অনেকেই আছেন যাদের নিয়মিত ব্যস্ত জীবনের এই স্থবিরতা মানসিকভাবে অস্থির করে তুলছে, সারা পৃথিবীর মহামারির সংবাদ, মৃত্যু, জীবনযুদ্ধ, দুঃসংবাদ, আপনজনদের হারানোর বেদনা আমাদের মনকে করে তুলেছে বিচলিত, আর মানবিকতাকে করে তুলছে আরো সক্রিয়, এই অনুভুতিকে সম্মান জানিয়ে এবং তা ধরে রাখতেই, এইচ আর এমপ্লয়মেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট-এর মাধ্যমে আমরা এই মানবিক গল্প লেখার একটি প্লাটফর্ম তৈরির চেষ্টা করেছি। 

 

জনগণের পাশে থেকে আমৃত্যু সেবাব্রতের কথা উল্লেখ করে নিষ্ঠাবান এ রাজনীতিক বললেন, আপনারা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করুন, রচিত হোক এক উপাখ্যান। হোক মানবতার জয়। ঘরে থাকুন। নিরাপদে থাকুন। 

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর