ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪ || ৭ পৌষ ১৪৩১
good-food
১৬৬৯

মাইলস্টোনে প্ল্যান্ট ফর প্ল্যানেট

গাছ লাগানো উৎসবে মাতলো ছাত্রীরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৯ ২৭ অক্টোবর ২০১৯  

নগরে পরিবেশ রক্ষা এবং সবুজায়ন নিয়ে কাজ করা সংগঠন - গ্রিন সেভার্স ও সেইলর ৪৪ তম Sailor Green Savers Plant for Planet অনুষ্ঠান আয়োজন করলো ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে। 
রোববার সকালে তিন ঘণ্টাব্যাপী এ আয়োজনে অংশ নেন এই প্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফ। 

আনন্দঘন পরিবেশে ব্যতিক্রমী এ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে ও অংশিদারিত্বে গড়ে দেয়া হলো একটি নান্দনিক বিদ্যালয় বাগান। 
এ উপলক্ষে কলেজ মিলনায়তনে আয়োজন করা হয় বিশেষ কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরন। 
আলোচনায় অংশ নেন মাইলস্টোন স্কুল এন্ড কলেজের (স্থায়ী ক্যাম্পাস, দিয়াবাড়ি) অধ্যক্ষ প্রফেসর মোঃ শহিদুল ইসলাম, লাইফটিভি সম্পাদক সিনিয়র সাংবাদিক আনোয়ার হক, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় ডেপুটি কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ডঃ ইয়াসমিন আহমেদ, আঞ্চলিক কমিশনার (রাজধানী অঞ্চল) রওশন আরা বেগম, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দায়িত্বপ্রাপ্ত গাইড গাইডার ও রেঞ্জার গাইডার মিসেস নুরুন নাহার, গাইড সদস্য (তেজগাঁও জিলা) মাহমুদা আপন।  
পুরো অনুষ্ঠান পরিচালনা করেন গ্রিন সেভার্স প্রতিষ্ঠাতা সভাপতি আহসান রনি। 


অনুষ্ঠানে সেইলর তাদের ফ্যাক্টরির খালি ড্রামগুলো গাছ লাগানোর জন্য স্কুলের বাচ্চাদের উপহার দেয়। প্রথমে গাছ লাগানোর ড্রামগুলোকে ক্যানভাস বানিয়ে শিক্ষার্থীরা তুলির আঁচড়ে ড্রামের গায়ে ফুটিয়ে তোলে প্রকৃতির আলপনা। পরবর্তীতে আলপনা আঁকা ড্রামগুলোতে শিক্ষার্থীরা নিজ হাতে গাছ লাগিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে গড়ে তোলে নান্দনিক বাগান। প্রতিটি ড্রামের গায়ে লেখা হয় শিক্ষার্থীদের নাম, শ্রেণী এবং ক্লাস রোল। যাতে গাছটির প্রতি তার এক ধরনের অংশিদারিত্ব তৈরি হয়। ফলশ্রুতিতে শিক্ষার্থীরা নিজ নিজ গাছগুলো যত্ন ও পরিচর্যা করতেও উৎসাহী হয়ে ওঠে। 


অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসব পরিবেশে বৃক্ষ রোপণ ও এর পরিচর্যা সম্পর্কিত বিভিন্ন পদ্ধতি ও নিয়মকানুন হাতে কলমে শেখানো হয়। এছাড়াও বিদ্যালয়ে বাগানটি করে দেয়ার পর তা রক্ষণাবেক্ষণের দায়িত্বও নেয় সেইলর ও গ্রিন সেভার্স। পরবর্তীতে আরো নতুন চারা প্রদান, সিজনাল চারা পরিবর্তনসহ গাছের রোগবালাই দমনে প্রতি মাসেই ফ্রি বাগানসেবা প্রদান করে এই দুই প্রতিষ্ঠান।


২০১৪ সাল থেকে চলমান এই আয়োজনটি এর আগে ঢাকার আরো ৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় বিদ্যালয়গুলোতে প্রায় ২৩৯০ টি গাছের চারা রোপন করা হয়েছে। পাশাপাশি ২২০০০ শিক্ষার্থী ও ১৫০০ শিক্ষক, স্কুল স্টাফ এবং অভিভাবকদের সম্পৃক্ত করা হয়েছে মহতী এ কার্যক্রমে।

কোমলমতি শিক্ষার্থীদের সবুজমনস্ক করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। শিশুদের পরিবেশসম্মত আচরণগুলোর সাথে অভ্যস্ত করে তোলা, পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তোলা, পরিবেশসম্মত কাজে তাদের অংশগ্রহণ ও অংশিদারিত্ব বাড়ানো এবং প্রতিনিধিত্ব তৈরির লক্ষে গেল চার বছর ধরে ঢাকার স্বনামধন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই অনুষ্ঠানটি আয়োজন করে আসছে পরিবেশবাদী সংগঠন - গ্রিন সেভার্স ও জনপ্রিয় পোশাক প্রস্তুতকারী ব্র্যান্ড - সেইলর।

 

 

 

গাছের জন্য ১ মিনিট বিভাগের পাঠকপ্রিয় খবর