ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১১৪৯

‘গাছ হত্যায়’ জাতিসংঘে ভারতের বিচার চাইবে পাকিস্তান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০০ ২ মার্চ ২০১৯  

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের বনে বোমা ফেলে 'গাছ হত্যা'র ঘটনায় জাতিসংঘের কাছে ভারতের বিচার চাইবে পাকিস্তান। পাকিস্তানি কর্মকর্তারা ভারতীয় বিমানবাহিনীর হামলাকে 'পরিবেশ সন্ত্রাস' হিসেবে আখ্যায়িত করেছেন।

গেল ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় সেনারা। নয়াদিল্লীর দাবি, সেই হামলায় জইশ-ই-মহম্মদের ৩০০ জঙ্গি নিহত হয়েছেন। তবে পাকিস্তান এ দাবি অস্বীকার করেছে।

ইসলামাবাদ জানায়, ভারতের হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পাহাড়ি পাইন গাছ ক্ষতিগ্রস্থ হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা ও রয়টার্স জানায়, ভারতের হামলায় পাকিস্তানের কারও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ১৫টি পাইন গাছ উপড়ে গেছে।

এ ঘটনায় গেল শুক্রবার পাকিস্তান ভারতের বিরুদ্ধে 'গাছ হত্যা'র বিচার চেয়ে জাতিসংঘের শরণাপন্ন হওয়ার ঘোষণা দেয়।

দেশটির জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মালিক আমিন আসলাম বলেন, ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের সংরক্ষিত বনাঞ্চলে বোমা ফেলেছে। ফলে পরিবেশের ক্ষয়ক্ষতি হয়েছে। এর খতিয়ান তৈরি করছে ইসলামাবাদ। বনে বোমা ফেলে ‘গাছ হত্যায়’ জাতিসংঘে ভারতের বিচার চাইবে পাকিস্তান।

তিনি বলেন, ভারত কাশ্মীরের বনাঞ্চলে যা করেছে তা পরিবেশ সন্ত্রাসবাদ।

গেল ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরে পাকিস্তানের হামলা ঘিরে পাক-ভারতের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।