ঢাকা, ১৪ মার্চ শুক্রবার, ২০২৫ || ২৯ ফাল্গুন ১৪৩১
good-food
১১৫

গুঁড়িয়ে দেয়া হলো বঙ্গবন্ধুর ম্যুরাল, বাদ যায়নি জাতীয় ৪ নেতাও

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৪২ ৩১ ডিসেম্বর ২০২৪  

টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভেকু মেশিন দিয়ে তা গুঁড়িয়ে ফেলা হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে একটি ভেকু পৌর উদ্যানের ঢুকে। পরে মুক্তমঞ্চের পাশে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে ফেলে। ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ম্যুরালের এক পাশ ভাঙা হয়েছিল। এবার পুরোপুরি গুঁড়িয়ে দেয়া হলো।

 

বঙ্গবন্ধু ছাড়া এখানে জাতীয় চার নেতার ছবি সম্বলিত ম্যুরাল ছিল। সেগুলোও ভেঙে ফেলা হয়েছে।

 

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহাম্মেদ জানান, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। তাই কিছু বলতে পারছি না।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর