ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৫৪৮

গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:০৯ ২২ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

নতুন পুরাতন যত প্রকল্প আছে কঠোর নজরদারি বৃদ্ধির মাধ্যমে গুণগত মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (প্রধানমন্ত্রীর প্রথম একনেক সভা) সভায় স্বাগত বক্তব্যে রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দেন। 

শেখ হাসিনা বলেন, সরকারে ধারাবাহিকতা থাকায় এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আওয়ামী লীগের গত দু’মেয়াদে দেশের ব্যাপক উন্নয়ন ও অগ্রগতি হয়েছে।

অনেকগুলো নতুন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে বিশেষ করে গত মেয়াদের শেষের দিকে সেগুলো দ্রুত শেষ করতে হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এসব প্রকল্পগুলোর গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া নতুন পুরাতন যত প্রকল্প আছে কঠোর নজরদারি বৃদ্ধির মাধ্যমে গুণগত মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের জীবনমান উন্নয়নে আপনাদের সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। কেননা দেশের মানুষগুলোই গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ওপর আস্থা ও বিশ্বাস রেখেছে। টানা তিনবারের মতো আমাদের ক্ষমতায় এনেছে। 

 দারিদ্র্য দূর করা প্রসঙ্গে  প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল মানুষের ভাগ্য পরিবর্তন ও দ্রুততার সাথে দারিদ্র্য দূর করার পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছি আমরা।

এছাড়া শেখ হাসিনা নতুন মন্ত্রিসভার লক্ষ্যমাত্রা বিষয়ে জানান, আগামী পাঁচ বছরের জন্য নির্বাচিত হবার পরই মন্ত্রিসভাকে সরকারের সুনির্দিষ্ট লক্ষ্যগুলো সম্পর্কে অবহিত করেছি।

জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ইতিমধ্যে ৭.৮৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে । ফলে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আগামীতেও উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হবে।

সতর্কবার্তা হিসেবে প্রধানমন্ত্রী নির্দেশ দেন,  বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ, যাচাই-বাছাই ও যথাযথভাবে বাস্তবায়নের জন্য সতর্কতা অবলম্বনের পাশাপাশি নজরদারির বিষয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।