ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
৪৯০

গোপনেই ব্রিটিশ রাজকন্যার বিয়ে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৫ ১৯ জুলাই ২০২০  

বিয়ে মানে তো উৎসব। জীবনের সবচেয়ে বড় উৎসবটা মনে রাখার মতো করে পালন করতে কে না চায়। পরিবারও মুখিয়ে থাকে বিয়ের অনুষ্ঠানকে ঝলমলে করে তুলতে। আর সে বিয়ে যদি রাজপরিবারের হয় তাহলে তো কথাই নেই। গোটা মিডিয়া ওঁৎ পেতে থাকে খবরের খোঁজে।

কিন্তু করোনা পরিস্থিতি সব কিছু বদলে দিয়েছে। মানুষের জীবন থেকে কেড়ে নিয়েছে নির্মল আনন্দ। পড়ে আছে শুধু দিন থেকে রাত পর্যন্ত চাপা হতাশা আর দুশ্চিন্তা। এর মধ্যেই চুপেচাপে বিয়ে সারলেন যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের নাতনি প্রিন্সেস বিয়াট্রিস।

গত শুক্রবার সকালে উইন্ডসর ক্যাসেলে রানী এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপসহ  কিছু ঘনিষ্ঠ স্বজনের উপস্থিতিতে নিতান্তই ঘরোয়া আয়োজনে বাগদত্ত এডওয়ার্ডো ম্যাপলি মোজিকে বিয়ে করেন বিয়াট্রিস।

বিবিসির খবরে বলা হয়, গত মে মাসেই দুজনের বিয়ে করার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে সে পরিকল্পনা পিছিয়ে দেওয়া হয়েছিল। এরপর বিয়ের নতুন তারিখটিও আগেভাগে আর ঘোষণা করেননি তারা। বাকিংহাম প্যালেস জানিয়েছে, বিয়ের অনুষ্ঠান সারা হয়েছে খুবই স্বল্প পরিসরে এবং সরকারের স্বাস্থ্য সংশ্লিষ্ট সব নির্দেশনা মেনেই। যুক্তরাজ্যে গত ২৩ মার্চ লকডাউন শুরু হওয়ার পর থেকে ইংল্যান্ডে প্রায় সবরকম পরিস্থিতিতেই বিয়ে নিষিদ্ধ করা  হয়েছিল। তবে ৪ জুলাই থেকে ৩০ জন মানুষের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়।

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে রানী এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপ গত মার্চ থেকেই আইসোলেশনে থাকছেন। এ অবস্থায় নাতনি বিয়াট্রিসের বিয়ের আসরেই তারা প্রথম উপস্থিত থাকলেন বলে মনে করা হচ্ছে।

প্রিন্সেস বিয়াট্রিস প্রিন্স এন্ড্রুর মেয়ে। ২০১৮ সালে ইতালির বিজনেস টাইকুন এডওয়ার্ডো ম্যাপলি মোজির সঙ্গে বিয়াট্রিসের পরিচয়ের পর গত বছর সেপ্টেম্বরে তাদের এনগেজমেন্ট হয়েছিল।

সেলিব্রেটি বিভাগের পাঠকপ্রিয় খবর