ঢাকা, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২০

গোলান মালভূমির নিয়ন্ত্রণ নিলো ইসরাইল : দামেস্কে লুটপাট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৪ ৯ ডিসেম্বর ২০২৪  

গোলান মালভূমির বাফার জোন নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার কথা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১৯৭৪ সালে সিরিয়ার সঙ্গে ইসরাইলের যে সমঝোতা চুক্তি হয়েছিল, তাতে সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতির পতন হয়েছে বলে ঘোষণা দেন তিনি।  খবর অনলাইন বিবিসি। 
এতে বলা হয়, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) গোলান মালভূমিতে নিজেদের অধিকৃত অংশ থেকে বাফার জোন এবং এর আশপাশের এলাকায় প্রবেশের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, শত্রু বাহিনীকে নিজেদের সীমান্তে প্রতিষ্ঠিত হতে দেবে না ইসরাইল।  রোববার পরবর্তী  জোনের মধ্যে অবস্থিত পাঁচটি গ্রামের সিরীয় বাসিন্দাদের বাড়িতে অবস্থান করার কথা জানিয়েছে আইডিএফ। সিরিয়ার রাজধানী দামেস্কের প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি পাথুরে মালভূমি গোলান। ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধ শেষে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির দখল নেয় ইসরাইল। পরে একতরফাভাবে ওই অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে তেল আবিব। যদিও আন্তর্জাতিকভাবে অন্য কোনো দেশ স্বীকৃতি দেয়নি।
এদিকে বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্ক দখল নেয়ার পর প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালিয়ে যান। সেইসঙ্গে সিরিয়ায় পাঁচ দশকের বাথ শাসনের অবসান ঘটে। একটি ভিডিওতে দেখা গেছে দামেস্কে প্রেসিডেন্টের প্রাসাদের ভেতরে বিদ্রোহীরা ঘোরাফেরা করছে। তারা প্রাসাদে থাকা আসাদের পরিবারের প্রতিকৃতি ভাঙচুর করেছে। আসাদের পতনে সিরিয়ার রাস্তায় উল্লাস প্রদর্শন করেছে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন,বাশার দেশ ছেড়ে গেলেও সহসা সিরিয়ায় শান্তি ফিরে আসবে না। সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশংকা বেশী। 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর