ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪৭৪

ঘরোয়া পদ্ধতিতে কাজল তৈরির উপায় জানালেন ইয়ামি গৌতম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৫ ১৩ সেপ্টেম্বর ২০২০  

চোখের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয় গাঢ় কালো কাজল। তবে বাজারে চলতি কাজলে ক্ষতিকারক রাসায়নিক উপাদান থাকতে পারে। স্বভাবতই এটি ত্বক ও চোখের ক্ষতি করতে পারে। তাই বাড়িতেই বানিয়ে নিতে পারেন গাঢ় কালো কাজল।

 

সেটি দেখিয়ে দিয়েছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। করোনাকালে লকডাউনে সেই পথেই হেঁটেছেন তিনি। ঠিক যেভাবে তা তৈরি করতেন তার দাদীমা। এবার চলুন জেনে নিই প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের গাঢ় কালো কাজল তৈরির প্রণালী - 

 

উপকরণ


চন্দনের গুঁড়া - ২ টেবিল চামচ
মসলিন কাপড় - এক টুকরো
ঘি - সামান্য
আমন্ড বাদাম - ৩/৪টি
এবং মাটির প্রদীপ

 

পদ্ধতি


প্রথমে চন্দনের গুঁড়াতে সামান্য পানি মিশিয়ে একটি পেস্ট বানান। এরপর তাতে মসলিনের কাপড় ডুবিয়ে রাখুন এবং রোদে শুকাতে দিন। তারপর পলতে তৈরির জন্য শুকনো কাপড়টি রোল করুন।  

 

পলতেটি প্রদীপে রেখে তাতে ঘি দিন এবং প্রদীপ জ্বালান। এবার আমন্ড বাদাম একটি কাঁটা চামচে গেঁথে নিন। বাদামটি প্রদীপের শিখার উপর ধরুন। অতপর বাদাম পুড়ে যে ভুসা-কালির সৃষ্টি হবে, সেটাই হলো কাজল। সেটি একটি কৌটোতে ভরে রাখুন এবং নিয়মিত ব্যবহার করুন।