ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৬১

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় ত্রাণ-পুনর্বাসনসহ সর্বাত্মক প্রস্তুতি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৮ ৯ নভেম্বর ২০১৯  

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অতিপ্রবল এই ঝড় আঘাত হানার আগে শনিবার দুপুরে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিক লীগের সম্মেলনে তিনি একথা জানান। 
প্রধানমন্ত্রী বলেন, এই ঝড় মোকাবেলা করার জন্য, মানুষকে রক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি আমাদের নেয়া আছে। এমনকি ঝড় পরবর্তী রিলিফ কার্যক্রম যাতে চালানো যায়, সে ব্যবস্থাও আমরা নিয়েছি।
শেখ হাসিনা শ্রমিক লীগের সম্মেলনে বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমরা ইতোমধ্যেই যথেষ্ট পারদর্শিতা অর্জন করেছি। আমাদের মানুষের জানমাল বাঁচাবার জন্য ব্যবস্থা নিচ্ছি এবং দুর্যোগ মোকাবেলার জন্য ইতোমধ্যে আমরা ট্রাস্ট ফান্ড করে এই প্রাকৃতিক দুর্যোগ এবং গ্লোবাল ওয়ার্মিং থেকে বাংলাদেশ যেন রক্ষা পায় সেই কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমি মনে করি, পৃথিবীতে বাংলাদেশই মনে হয় একমাত্র দেশ, যেখানে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

উপকূলের ঝুঁকিপূর্ণ জেলাগুলোর ১৮ লাখ মানুষকে ৪ হাজার ৭১টি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।
ব্যবস্থাপনার সার্বিক চিত্র তুলে ধরে তিনি শনিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক নির্দেশনা দিচ্ছেন তাদের প্রতি এবং তা অনুসারে তারা কাজ করছেন। গতকাল সারাদিন এক ঘণ্টা পর পর তিনি টেলিফোনে কথা বলেছেন। আমাদের নির্দেশনা দিয়েছেন, আমরা কী পদক্ষেপ নিয়েছি সেগুলো শুনেছেন।
গত এক দশকে বেশ কয়েকটি শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানে বাংলাদেশে। 
 

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর