ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪৯৩

চট্টগ্রামে রাস্তায় চামড়া ফেলে ব্যবসায়ীদের প্রতিবাদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪০ ২ আগস্ট ২০২০  

চামড়া নিয়ে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। পাইকাররা চামড়া না কেনায় ধস নেমেছে বাজারে। চট্টগ্রামে ক্ষতিগ্রস্তরা ১০ হাজারের বেশি চামড়া সড়কে ফেলে চলে গেছেন। যারা কোরবানী দিয়েছেন তারা কেউই চামড়া বিক্রি করতে পারেননি। বাধ্য হয়েই মাদ্রাসায় দান করে দিয়েছেন। তবে চট্টগ্রামে কোন কোন জায়গায় চামড়া বিক্রি হয়েছে ১০০-১৫০ টাকা দরে। আর ছাগলের চামড়ার দাম ছিল নামমাত্র ১০-২০ টাকা।   কম মূল্যেও ট্যানারি মালিকরা চামড়া কিনেননি। ফলে নগরীর মুরাদপুর থেকে অক্সিজেন আতুরার ডিপু এলাকা পর্যন্ত হাটহাজারী সড়কের দুই পাশে চামড়ার স্তুপ পড়ে থাকে।
পরে চামড়াগুলো তুলে ভাগাড়ে পুঁতে ফেল চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কর্মীরা।

এদিকে লবণের চাহিদা বাড়ায় বস্তাপ্রতি আড়াই শ' থেকে তিনশ' টাকা বাড়িয়েছে মিল মালিকরা।

এমনিতেই বিপর্যস্ত দেশের চামড়া শিল্প। চট্টগ্রামে কোরবানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সাড়ে ৫ লাখ তা যেমন পূরণ হয়নি তেমনি প্রকৃত মূল্য পায়নি ব্যবসায়ীরা। যে কারণে হাজার হাজার পিস চামড়া গত ২৪ ঘণ্টায় নষ্ট হয়ে গেছে। রাস্তায় চামড়া ফেলে প্রতিবাদ করছে কিছু মৌসুমী ব্যবসায়ী। নায্যমূল্য না পেয়ে কান্নায় ভেঙে পড়ে তারা।