ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৩৯৫

চলে গেলেন এইচ টি ইমাম

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:১২ ৪ মার্চ ২০২১  

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে হোসেন তৌফিক ইমামের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি কিডনির জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাকে অসুস্থ অবস্থায় গত ৭ ফেব্রুয়ারি ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়েছিল।

 

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বুধবারদিবাগত রাত সোয়া ১টার দিকে মারা যান।

 

আজ বৃহস্পতিবার সকালে উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। বাদ আসর গুলশান জামে মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বনানী গোরস্থানে লাশ দাফন করা হবে। 

 

এদিকে এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের স্পিকার ড: শিরীন শারমিন চৌধুরী বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। 


 
২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এইচ টি ইমাম। এর আগে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান তিনি। প্রথমে তিনি প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ছিলেন।