ঢাকা, ০৭ জানুয়ারি মঙ্গলবার, ২০২৫ || ২৪ পৌষ ১৪৩১
good-food
৩৩৩

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৯ ২৭ সেপ্টেম্বর ২০২২  

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। সীমানা জটিলতা সংক্রান্ত রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে এ রায় দিয়েছেন হাইকোর্ট। ইতোমধে এ ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

 

সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা পরিষদ রিটার্নিং কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিব খান। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্বাচন স্থগিত থাকবে।

 

জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, ২ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য প্রার্থী শামীমা জাহান সারা সীমানা জটিলতা সংক্রান্ত রিট পিটিশন করেন। পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত নির্বাচন কমিশনকে ভোট স্থগিতের আদেশ দেন।

 

এ প্রসঙ্গে শামীমা জাহান সারা বলেন, সীমানা জটিলতা সংক্রান্ত বিষয় নিষ্পত্তি চেয়ে উচ্চ আদালতে আমি রিট পিটিশন করি। আদালত আমার পক্ষে রায় দিয়েছেন।

 

প্রসঙ্গত, আগামী ১৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।