ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৫৫৬

৪০ ভাগ উন্নতি

চিকিৎসা খরচ চালাতে পারছেন না এরশাদ!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৬ ২৮ জুন ২০১৯  

সেনাপ্রধান হিসেবে রাষ্ট্রক্ষমতা দখলের পর ৯ বছর বাংলাদেশ শাসন করে গণআন্দোলনে ক্ষমতাচ্যুত এইচএম এরশাদ তার সমুদয় সম্পত্তি সম্প্রতি জমা দেন ট্রাস্টে।

 

ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এরশাদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তার নগদ টাকার পরিমাণ ২৮ লাখের মতো লিখেছিলেন।

 

হলফনামায় এরশাদ বার্ষিক আয় দেখিয়েছিলেন ১ কোটি ৭ লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার ৩৭ লাখ ৬৯ হাজার ৪৬ টাকা জমা রয়েছে। বিভিন্ন শেয়ারে তার বিনিয়োগের পরিমাণ ৪৪ কোটি ১০ হাজার টাকা। তার সঞ্চয়পত্রে বিনিয়োগ ও এফডিআর ৯ কোটি ২০ লাখ টাকা; ডিপিএস রয়েছে ৯ লাখ টাকার।

 

এরশাদ লিখেছিলেন, গুলশান ও বারিধারায় তার দুটি ফ্ল্যাট রয়েছে, যার দাম এক কোটি ২৪ লাখ টাকার কিছু বেশি। এর বাইরে ৭৭ লাখ টাকা দামের একটি দোকান রয়েছে তার।

তবে এর বাইরেও সাবেক এই সেনাশাসক ও রাষ্ট্রপতির কত সম্পত্তি আছে, তার হিসেব প্রকাশ্ করা হয়নি।  

 

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ গুরুতর অসুস্থ হয়ে এখন হাসপাতালে ভর্তি। কিন্তু বর্তমানে তার চিকিৎসার জন্য যে খরচ দরকার, তা জোগাড় করতে পারছে না দল। এ তথ্য জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

 

তিনি বলেছেন, অসুস্থ হুসেইন মুহম্মদ এরশাদ সিএমএইচে আছেন। এরশাদ সাহেব এখন বলা যায় মৃত্যুশয্যায়। উনার চিকিৎসার জন্য যে টাকার দরকার, সেই সংস্থান আমরা এখন পর্যন্ত করতে পারিনি। বৃহস্পতিবার সংসদে বাজেট আলোচনায় দাঁড়িয়ে দলের চেয়ারম্যানের শারীরিক অবস্থার পাশাপাশি নিজেদের অক্ষমতার কথা বলেন সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ রাঙ্গা।

 

গত বুধবার অসুস্থ হয়ে পড়লে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছিলেন তার ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।

 

এদিকে শুক্রবার দুপুরে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানিয়েছেন এরশাদের শারীরিক অবস্থার ৪০ শতাংশ উন্নতি হয়েছে ।

 

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচের চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন, হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার ৪০ শতাংশ উন্নতি হয়েছে।

 

তিনি বলেন, শারীরিক উন্নতির এই ধারাবাহিকতা বজায় থাকলে পল্লীবন্ধু এরশাদ খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে চিকিৎসকরা আশাবাদী। কিছু টেস্ট রিপোর্টের অপেক্ষা করছেন চিকিৎসকরা। তারা পল্লীবন্ধুর সংক্রমণের চিকিৎসা করছেন।