ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮১৬

চিরতরে অ্যালার্জিকে জানান বিদায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৮ ২০ জানুয়ারি ২০১৯  

রাস্তা দিয়ে হাঁটছেন বা ঘরদোর পরিষ্কার করছেন?হঠাৎ একটু ধুলার গন্ধ নাকে ঢুকল। শুরু হয়ে গেল হাঁচি-শ্বাসকষ্ট। অথবা ফুলের গন্ধ নিচ্ছেন বা গরুর মাংস-দুধ, চিংড়ি, ইলিশ খেলেই শুরু হলো গা চুলকানি ও চোখ কচলানি। চুলকাতে  চুলকাতে গেল হাতের কনুই। চামড়ায় লাল লাল চাকা হয়ে ফুলে উঠল। এসব সাধারণত হয় অ্যালার্জির কারণে।

ওষুধ খেলে ঠিক থাকে। না খেলে যেইকার সেই।  এ ধারণা আমাদের মনে আসন গেঁড়ে বসে আছে। বাস্তবেও তা-ই, হাজারো চেষ্টা করেও তা নির্মূল করা যাচ্ছে না। ফলে শারীরিক-মানসিক অস্বস্তির শেষ নেই। তবে এ নিয়ে আর চিন্তা নেই। এসে গেছে সমাধান।

বর্তমানে চিকিৎসা ব্যবস্থার প্রভূত উন্নতি সাধন হয়েছে। তাই প্রথম দিকে ধরা পড়লে অ্যালার্জি সারিয়ে তোলা সম্ভব। তবে একবার যখন হয়েছে, তখন আর সারবে না-এমনটা ভেবে বসে থাকলে তা নিরাময় করা কঠিন।

অ্যালার্জির কারণে হাঁচি হয়, শরীর চুলকায়, শ্বাসকষ্ট হয়। এ কারণে প্রিয় খাবারগুলো খাওয়া যায় না। চিকিৎসায় ওষুধ সেবন করলে পাশ্র্বপ্রতিক্রিয়া শুরু হয়। অ্যালার্জি কারণে অনেকের জীবন দুর্বিষহ হয়ে ওঠে।

মানবজীবনে অ্যালার্জি কতটা ভয়ংকর, তা কেবল ভুক্তভোগীরাই জানেন। প্রত্যেকের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম থাকে। কোনো কারণে এতে গোলযোগ দেখা দিলে অ্যালার্জির সংক্রমণ ঘটে। এটির লক্ষণ নজরে আসা মাত্রই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। তাদের দেয়া ওষুধ সেবন করুন। অত্যাধুনিক ড্রাগ নিয়ে সুস্থ থাকুন।