ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৬৩

চিলাহাটি এক্সপ্রেস চালু বুধবার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৮ ৬ জুন ২০২৩  

আন্ত:নগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেস চালু হচ্ছে বুধবার  (৭ মে)। রাজধানীর সাথে উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে বাংলাদেশ রেলওয়ে নতুন এই ট্রেন চালু করতে যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যে ট্রেন চলাচলের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। 

 

জানা গেছে, ওই দিন সকাল ৬টায় চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে চিলাহাটি এক্সপ্রেস রওনা হবে। আন্ত:নগর এই ট্রেনের প্রথম দিনের টিকিট ইতােমধ্যে বিক্রি হয়ে গেছে বলে রেলওয়ে জানিয়েছে। 

 

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৪ মে ভাচৃূয়ালী চিলাহাটি এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করেন। তবে উদ্বোধনের দুদিন পর আন্ত:নগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। 

 

রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম অসীম কুমার তালুকদার জানান, নতুন সংযোজন আন্ত:নগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের বগি খুবই আরামদায়ক। নতুন কোচ ও ইঞ্জিন দিয়ে ট্রেনটি পরিচালনা করা হবে। তিনি আরো জানান, ইতোমধ্যে প্রথমদিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। 

 

জানা গেছে, ট্রেনটি সকালে চিলাহাটি থেকে ছেড়ে বিকেল ৩টায় কমলাপুর স্টেশনে পৌছাবে। এরপর বিকেল ৫টায় কমলাপুর থেকে ছেড়ে গিয়ে রাত তিনটায় চিলাহাটি পৌছাবে। ট্রেনটির সাপ্তাহিক ছুটি থাকবে শনিবার।