ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৯১

চিলাহাটি দিয়ে ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ চালু হচ্ছে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪১ ১৬ ডিসেম্বর ২০২০  

দীর্ঘ ৪৯ বছর পর পুনরায় ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ চালু হতে যাচ্ছে। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডোমার উপজেলার চিলাহাটি এবং ভারতের হলদিবাড়ি রেল রুটের উদ্বোধন করবেন বাংলাদেশেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্ররতিবেশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

এই ট্রেন উদ্বোধনের পর রচিত হবে ইতিহাস। দীর্ঘ ৫৫ বছর পর আবারো এই রুট দিয়ে চলাচল করবে ট্রেন। অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে লাভবান হবে এই অঞ্চলের মানুষ। উদ্বোধনের যাবতীয় প্রস্ততি শেষ করা হয়েছে। উদ্বোধনের শুরুতেই বাংলাদেশেরে ট্রেন প্রবেশ করবে ভারতে। শুরুতে শুধু পণ্যবাহী ট্রেন চলাচল করবে।

 

চিলাহাটি রেলষ্টেশনে ওয়াগানের একটি মালগাড়িকে সাজানো হয়েছে। ইঞ্জিনের সামনে লাগানো হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর ছবি। ফুল ও রঙ্গিন কাপড়ে সাজানো হয়েছে ইঞ্জিন ও গার্ডের কামরা। চিলাহাটি রেলষ্টেশন চত্বরকে সাজিয়ে তোলা হয়েছে। স্থাপন করা হয়েছে দুই দেশের প্রধানমস্ত্রীর উদ্বোধনের নামফলক। 

 

উদ্বোধনের সময় চিলাহাটিতে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ভারতের নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারও উপস্থিত থাকার কথা রয়েছে।