ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২২৭

চীনা ভ্যাকসিন পেলো ইরান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২১ ২৮ ফেব্রুয়ারি ২০২১  


চীনের সিনোফার্মের ২ লাখ ৫০ হাজার ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন পেয়েছে ইরান। এটি চীন সরকারের পক্ষ থেকে ইরানকে বিনামূল্যে অনুদান হিসেবে পাঠানো হয়েছে। রোববার এই ভ্যাকসিন তেহরান এসে পৌঁছায়। 
এদিনই ইরানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬০ হাজার ছুঁয়েছে। এছাড়া, এখন পর্যন্ত সেখানে ১৬ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।  খবর: আল-জাজিরা।

অবশ্য রাশিয়ার স্পুটনিক-৫ ভ্যাকসিন আসে ইরানে। এটি প্রদান করা হয় দেশটির স্বাস্থ্যকর্মীদের। এখন চীনের ভ্যাকসিন দিয়ে দেশব্যাপী ভ্যাকসিন কার্যক্রম চালু হতে যাচ্ছে।
এছাড়া ভারতীয় কোম্পানি ভারত বায়োটেকের ভ্যাকসিন আমদানির বিষয়ে পরিকল্পনা চলছে। ইরানের এন্টি-করোনাভাইরাস টাস্ক ফোর্সের মুখপাত্র আলিরেজা রাইজি বলেন, আগামী ২০ মার্চ ১৩ লাখ ইরানিকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়ার কার্যক্রম চালু করবে তারা। 

এদিকে বিশ্বব্যাংকের কোভ্যাক্স প্রগ্রামের অধীনে ৪.২ মিলিয়ন ডোজ অক্সফোর্ডের ভ্যাকসিনও পাবে ইরান। তবে এটি কবে নাগাদ পাওয়া যাবে তা অনিশ্চিত।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর