ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪০৫

চীনের ভ্যাকসিন কিমের শরীরে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৯ ১ ডিসেম্বর ২০২০  

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং তার পরিবারের কাছে পরীক্ষামূলক করোনাভাইরাস ভ্যাকসিন পাঠিয়েছে চীন। জাপানের দুটি অজ্ঞাত ইন্টেলিজেন্স সোর্সের বরাত দিয়ে এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের এক বিশ্লেষক।

 

হ্যারি কাজিয়ানিস, ওয়াশিংটনে সেন্টার ফর দ্য ন্যাশনাল ইন্টারেস্ট থিংক ট্যাঙ্কের উত্তর কোরীয় বিশেষজ্ঞ বলেন, কিম ও কয়েকজন জ্যেষ্ঠ নেতা এ ভ্যাকসিন গায়ে নিয়েছেন।

 

তিনি যোগ করেন, তবে এটা অস্পষ্ট কোন কোম্পানি তাদের কাছে ভ্যাকসিনটি পাঠিয়েছে। সেটি কতটাই বা নিরাপদ।

 

অনলাইন আউটলেট নাইনটিন ফোরটিফাইভে এক আর্টিকেলে কাজিয়ানিস লেখেন, গেল দুই থেকে তিন সপ্তাহের মধ্যে কিম ও তার পরিবারের সদস্যদের, উচ্চপদস্থ কর্মকর্তাদের এবং শীর্ষ নেতাদের শরীরে করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। এজন্য চীনা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তারা।  

 

যুক্তরাষ্ট্রের চিকিৎসা বিজ্ঞানী পিটার জে, হোটেজ বলেন, কমপক্ষে তিনটি চীনা কোম্পানি প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা নিয়ে কাজ করছে। সেগুলো হলো সিনোভ্যাক বায়োটেক লিমিটেড, ক্যানসিনোবায়ো ও সিনোফার্মা গ্রুপ। 

 

এগুলোর মধ্যে একটি না অন্য কোনো কোম্পানির ভ্যাকসিন দেহে নিয়েছেন কিমরা তা রহস্য হয়েই থাকছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর