ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৮১

চীনের মতো বাংলাদেশেও অত্যাধুনিক রেল ব্যবস্থা চালু হবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৪ ৬ সেপ্টেম্বর ২০১৯  

সম্প্রতি চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, দ্রুত গতির অত্যাধুনিক রেল ব্যবস্থার কারণে চীনে যাত্রীসেবার মান বৃদ্ধি, সময় অপচয় রোধসহ চীনের আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক পরির্বতন এসেছ। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশেও অত্যাধুনিক রেল ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।

আজ শুক্রবার  জেলার বোদা উপজেলার ময়দানদিঘী মহাজনপাড়ায় মন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক দুঃস্থ অসহায়দের মাঝে বিতরণের সময়  মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

 তিনি বলেন, রেল যোগাযোগকে সড়ক পথের চেয়েও বেশি জনপ্রিয় ও সহজতর করতে আমরা কাজ করে যাচ্ছি। গুরুত্বপূর্ণ রেলপথকে ডাবল লাইন ও আধুনিকায়ন করাসহ হাইস্পিড রেল যোগাযোগ চালুর পরিকল্পনা নেয়া হয়েছে।

চেক বিতরণের সময় বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, বোদা পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান  বোদা ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মানিক উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রীর নির্বাচনী এলাকা বোদা উপজেলার ২৬ জন দুস্থ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ৯ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। 

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর