ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৯২

চুল ভিজে থাকলে এত ক্ষতি?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৫৪ ৪ মার্চ ২০২১  

চুল নিয়ে নানাজনের বিভিন্ন সমস্যা। কারও চুল পড়ে যায়। কেউ ভুগছেন পাকা চুল নিয়ে। আবার চুল না বাড়াও বড় সমস্যা। কিন্তু আপনি এ সমস্যা নিজেই ডেকে আনছেন তা কী জানেন? সকালে অফিসের তাড়া থাকায় কোনোমতে চুল ধুয়ে না আঁচড়িয়ে কিংবা না শুকিয়েই বেরিয়ে যাচ্ছেন। 

 

আবার বাড়িতে থাকলেও দীর্ঘক্ষণ চুল শুকাচ্ছে না। এতেই হচ্ছে নানা সমস্যা। জৌলুসহীন হয়ে পড়ছে আপনার এককালের পালকের মতো মসৃন কেশরাশি। কীভাবে ক্ষতি করছেন দেখেন-
  

# বাড়িতে থাকলে আপনি ভিজে চুলেই দুপুরের ভাত খেয়ে শুয়ে পড়ছেন। বালিশের সঙ্গে দীর্ঘক্ষণ চুলের ঘষা লাগছে। এতে চুল ভঙ্গুর প্রকৃতির হয়ে যাচ্ছে সহজেই। চুলের ডগা আলগা হওয়ার সম্ভাবনা থাকে।


# চুল পড়ার পরিমাণ দিন দিন বেড়ে যাওয়ার কারণ হলো না শুকানো। আপনি ভেজা চুল নিয়ে বালিশে মাথা দিলেই তাতে বালিশের সঙ্গে নানাভাবে বারবার ঘর্ষণ হচ্ছে চুলের। ফলে আপনার একরাশ চুলের শুরুর অংশ ফেটে যেতে পারে।
  

# ভেজা চুলে অনেকক্ষণ কাটালে আবার সর্দি-কাশির সমস্যাও হতে পারে। এতে জ্বরও আসতে পারে আপনার।

 

# আবার খোলা চুলে বাইরে বেরোলেই তাতে বাইরের ধূলিকণা, গাড়ির ধোঁয়া, রাস্তার ময়লা বসে যেতে পারে। এটাও মাথায় রাখতে হবে। কারণ এর ফলে চুলের ভেতরটাও তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে। ফলস্বরূপ, রুক্ষতা আসবে চুলে।
  

# চুল দীর্ঘক্ষণ ভিজে অবস্থায় রেখে দিলে ফাঙ্গাল ইনফেকশন ছড়িয়ে যায় মাথায় তাড়াতাড়ি। ফলে এ থেকে জন্ম নেয় খুশকি। খুশকি যে শুধু চুলের জন্য খারাপ তা নয়, এটি ঝরে ঝরে মুখে এসে পড়লে ত্বকে দেখা দিতে পারে নানা সমস্যা এবং বড় রোগ।

 

# ভিজে চুল থেকে হওয়া ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি প্রভাব বিস্তার করতে পারে গোটা মাথায়। ফলে একদিকে যেমন চুল পড়া বাড়বে, অন্যদিকে চুলে বাজে গন্ধ হয়ে যাবে গোড়ার দিকে। শরীরের উষ্ণতা ও মাথার আর্দ্রতা মিলেমিশে ব্যাকটেরিয়া বংশবিস্তার করতে সময় লাগে না।