ঢাকা, ০৮ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২৪ পৌষ ১৪৩১
good-food
২৫

চোখ রাঙাচ্ছে এইচএমপিভি, জেনে নিন লক্ষণগুলো

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:০০ ৬ জানুয়ারি ২০২৫  

চোখ রাঙাচ্ছে আরও একটি মারাত্মক ভাইরাস। করোনা মহামারীর ৫ বছর পর এবার উদ্বেগ বাড়াচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি)। সম্প্রতি চীনে এর প্রাদুর্ভাবের ভিডিও ভাইরাল হয়েছে। ফলে সারা বিশ্বের মানুষ ফের আতঙ্কিত হয়ে পড়েছেন। 

 

ইতোমধ্যেই চীনের নানা প্রান্তে দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এতে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে। বিশেষত, বৃদ্ধ ও শিশুদের মধ্যে এটি দ্রুত ছড়িয়ে পড়ছে। 

 

এই নতুন ভাইরাসের ক্ষেত্রে করোনার মতোই উপসর্গ। রোগীদের শ্বাসকষ্ট, জ্বর-কাশি ইত্যাদির মতো সমস্যা হচ্ছে। চিকিৎসকরা এই ভাইরাস সম্বন্ধে আরও বিষদে জানতে এরই মধ্যে নানা বিষয়ে নজর রাখছেন। এমন পরিস্থিতিতে আসুন জেনে নিই-হিউম্যান মেটানিউমো ভাইরাস কী এবং এর লক্ষণ ও প্রতিরোধের উপায় কী? 

 

এইচএমপিভি কী?
বিশেষজ্ঞদের মতে, হিউম্যান মেটানিউমো ভাইরাস আবিষ্কৃত হয়েছিল ২০০১ সালে। অন্যান্য শ্বাসনালীর সংক্রমণকারী ভাইরাসের মতোই এটি। শিশুদের ক্ষেত্রে ফ্লুয়ের মতো উপসর্গ দেখা দিতে পারে। যা বিপজ্জনক প্রমাণিত হতে পারে। এর সঙ্গে 'ইনফ্লুয়েঞ্জা এ', 'মাইকোপ্লাজমা নিউমোনিয়া'সহ আরও বেশ কয়েকটি ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। 

 

এইচএমপিভির লক্ষণ
হিউম্যান মেটোনিউমো ভাইরাস সংক্রমণের কিছু হালকা উপসর্গ থাকে ৷ যেমন সর্দি-কাশি, জ্বর, গলা ব্যথা। গুরুতর লক্ষণগুলোর মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া। এই ভাইরাসের প্রভাব সংক্রমিত হওয়ার ৩-৬ দিন পরে দৃশ্যমান হয়। 

 

এইচএমপিভি প্রতিরোধের ব্যবস্থা 
আপনার কাছাকাছি কেউ হাঁচি দিলে মুখ ঢেকে রাখুন। হাত না ধুয়ে মুখ ও নাক স্পর্শ করা থেকে বিরত থাকুন। বাইরে যাওয়ার সময় মাস্ক পরুন। আক্রান্ত ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখুন। এই ভাইরাস এড়াতে সময়ে সময়ে হাত ধুয়ে নিন। 

স্বাস্থ্য বিভাগের পাঠকপ্রিয় খবর