ঢাকা, ২১ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৫২

চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ট্রুথজিপিটি আনছেন ইলন মাস্ক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:২৪ ১৮ এপ্রিল ২০২৩  

এবার কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট আনার ঘোষণা দিলেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। সোমবার (১৭ এপ্রিল) ফক্স নিউজের সাংবাদিক টাকার কার্লসনকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, এ খাতে তিনি মাইক্রোসফট ও গুগলকে টেক্কা দিতে চান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


মাইক্রোসফটের অর্থায়নে গড়ে উঠা ওপেনএআইয়ের কড়া সমালোচনা করেছেন টেসলার প্রধান ইলন মাস্ক। তিনি অভিযোগ করেছেন, ওপেনএআই বহুল আলোচিত চ্যাটবট চ্যাটজিপিটিকে মিথ্যা বলতে প্রশিক্ষণ দিয়েছে। তিনি আরও বলেছেন, ওপেনএআই মাইক্রোসফটের সঙ্গে মিলিত হয়ে এখন অনেক বেশি মুনাফামুখী হয়ে উঠেছে।


টুইটারের প্রধান ইলন মাস্ক কেবল ওপেনএআইয়ের সমালোচনা করেই ক্ষান্ত থাকেননি। তিনি গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজেরও কড়া সমালোচনা করেছেন। বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য প্রয়োজনীয় যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন না তা ল্যারি করছেন না।


ইলন মাস্ক এরপর বলেন, ‘আমি এমন একটি চ্যাটবট চালু করতে যাচ্ছি যাকে আমি বলব, ট্রুথজিপিটি। এটি এমন একটি সত্যসন্ধানী কৃত্রিম বুদ্ধিমত্তা যা মহাবিশ্বের প্রকৃতি উপলব্ধি করার চেষ্টা করবে।’ তিনি আরও বলেন, ‘ট্রুথজিপিটিই সম্ভবত মানুষকে বিলুপ্তির হাত থেকে রক্ষার করার জন্য সর্বোত্তম পথ।’


তবে তার উদ্যোগ একটু দেরি হয়ে গেল কিনা এমন এক প্রশ্নের জবাবে মাস্ক বলেন, ‘আপাতদৃষ্টিতে এটি একটু দেরিতেই শুরু হচ্ছে। কিন্তু আমি তৃতীয় একটি সুযোগ তৈরি করতে চাই।’  মাস্কের এমন ঘোষণার পর তাৎক্ষণিকভাবে মাইক্রোসফট, ওপেনএআই, গুগল কিংবা ল্যারি পেজ কেউই কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।