ঢাকা, ০৫ ফেব্রুয়ারি বুধবার, ২০২৫ || ২৩ মাঘ ১৪৩১
good-food
২৩

ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা: ছাত্রলীগ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৫৯ ৪ ফেব্রুয়ারি ২০২৫  

আগামী ৫ ফেব্রুয়ারি (বুধবার) রাত ৯টায় বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে এক পোস্টে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এ তথ্য জানায়।

 

এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার এই ভাষণ প্রচারিত হবে।

 

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে চলে যান শেখ হাসিনা। সেখান থেকে বিভিন্ন জায়গার দলীয় নেতাদের সঙ্গে তিনি ভার্চুয়াল যোগাযোগ রাখছেন। তবে এখন পর্যন্ত তার কোনো সরাসরি বক্তব্য কোথাও প্রচারিত হয়নি।

 

ওই দিন ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর থেকে দলের প্রধান শেখ হাসিনাসহ অনেক শীর্ষ নেতাই দেশের বাইরে রয়েছেন। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়েছে। অনেকে দেশে আত্মগোপনে আছেন। গ্রেপ্তার হলেই রিমান্ডে নেয়া হচ্ছে। ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগকে‘নিষিদ্ধ’ করা হয়েছে।

 

সবমিলিয়ে কোণঠাসা হয়ে পড়েছে আওয়ামী লীগ। তবে সম্প্রতি মাঠের রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়ে ১ থেকে ১৮ ফেব্রুয়ারি পাঁচ ধরনের কর্মসূচি দিয়েছি দলটি। এর অংশ হিসেবে ১ থেকে ৫ ফেব্রুয়ারি প্রচারপত্র বিলি করছেন দলীয় কর্মীরা।

 

এছাড়া ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ; ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ।

রাজনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর