ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
২৫৭

ছাত্রীকে বিয়ে করা মুশতাক আইডিয়ালে ঢুকতে পারবেন না

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৭ ২১ আগস্ট ২০২৩  

ছাত্রীর বাবার দায়ের করা ধর্ষণ মামলায় গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বারজজ আদালত। তবে আদালত বলেছেন, মুশতাক গভর্নিং বডির কোনো কার্যক্রম ও মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন না। এমনকি স্কুলের সীমানায়ও ঢুকতে পারবেন না।

 

আশঙ্কা করা হচ্ছে ভবিষ্যতে আরও কোনো শিক্ষার্থীর ক্ষতি করতে পারেন। তাই এমন আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

 

সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সহকারী অ্যার্টনি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।


গত ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মাফরোজা পারভীনের আদালতে কলেজছাত্রীর বাবা বাদী হয়ে এ মামলা করেন। মামলায় মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদকে প্রধান আসামি করা হয়। যিনি ওই ছাত্রীকে বিয়ে করেছেন।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর