ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৩৪২

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১১ ৮ ফেব্রুয়ারি ২০২০  

সাতক্ষীরার কালীগঞ্জে ছেলের লাঠির আঘাতে বাবা নিহত হয়েছেন। শনিবার সকালে শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। 
নিহতের নাম শামসুর রহমান ঢালী। তিনি ওই গ্রামের মৃত বদর উদ্দীন ঢালীর ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়ে পড়েন শামসুরের ছেলেমেয়েরা। এসময় শামসুর তাদের থামানোর চেষ্টা করেন। ঘটনাক্রমে ছেলে মিয়া রাজ তাকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর