ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৭৬৩

জনগণের প্রত্যাশা পূরণই আমাদের একমাত্র কাজ: প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৪ ২১ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

জনগণের প্রত্যাশা পূরণ করাই বর্তমান সরকারের একমাত্র কাজ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভের পর আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন। 

উদ্বোধনী ভাষণে জনগণের প্রত্যাশা পূরণের জন্য নতুন মন্ত্রিসভাকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'মন্ত্রিসভা সততা ও নিষ্ঠার সাথে কাজ করবে, প্রতিটি কাজ নিষ্ঠার সাথে করতে হবে, এটা ভুলে গেলে চলবে না'।

প্রধানমন্ত্রী বলেন, 'দেশের জনগণের প্রতি আমাদের দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে, যারা টানা তৃতীয়বার আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। আমরা এখানে দায়িত্ব পালন করতে এসেছি এবং সততার শক্তি সীমাহীন, আমরা অনেকবার সেটা প্রমাণ করতে পেরেছি।'

মন্ত্রিপরিষদ সদস্যদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, 'মন্ত্রিপরিষদ আন্তরিকতা ও সততার সাথে কাজ করলে দেশ উন্নত হবে। দেশের জনগণের নতুন সরকারের প্রতি আশা-আকাঙ্ক্ষা রয়েছে এবং সরকারকে সেগুলো পূরণ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণই আমাদের একমাত্র কাজ।'


এই প্রথম মন্ত্রী হয়েছেন যারা তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, 'আওয়ামী লীগের বিগত দুই আমলে উন্নয়নে যে ধারা শুরু হয়েছে, আগামী দিনেও তা বজায় রাখতে থাকবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সকাল ১০টায় তার তেজগাঁওস্থ কার্যালয়ে নবগঠিত মন্ত্রিসভার প্রথম এই বৈঠক শুরু হয়।