ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩০৭

জনসনের করোনা টিকার তৃতীয় ট্রায়াল শুরু

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০২ ১৬ নভেম্বর ২০২০  

নিজেদের তৈরি করোনা ভ্যাকসিনের সবশেষ স্তরের ট্রায়াল শুরু করেছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি জনসন অ্যান্ড জনসন। সোমবার (১৬ নভেম্বর, ২০২০) যুক্তরাজ্যে এই ট্রায়াল শুরু করেছে তারা।

 

সম্প্রতি মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মান সংস্থা বায়োটেক ঘোষণা দিয়েছে, তাদের উৎপাদিত করোনা টিকা ৯০% কার্যকর। এরপরই তৃতীয় ট্রায়ালে গেল জনসন অ্যান্ড জনসন।

 

এই পর্যায়ে যুক্তরাজ্যের ৬ হাজার স্বেচ্ছাসেবীর দেহে কোম্পানিটির ভ্যাকসিন প্রয়োগ করা হবে। এক্ষেত্রে সফল হলেই অনুমোদনের জন্য আবেদন করা হবে। তা পেলেই বাজারে ছাড়া হবে।

 

এ নিয়ে যুক্তরাজ্যে তৃতীয় করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু হলো। এর আগে স্বদেশী ওষুধ উৎপাদনকারী সংস্থা আস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকার সর্বশেষ স্তরের ট্রায়াল হয়। ইউএস কোম্পানি নোভাভাক্সের ভ্যাকসিনের ট্রায়ালও হয়েছে।

 

করোনা মহামারিতে এখন পর্যন্ত গোটা বিশ্বের ১২ লাখের বেশি মানুষ মারা গেছেন। প্রায় সাড়ে ৫ কোটি আক্রান্ত হয়েছেন। বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। 

 

পরিপ্রেক্ষিতে প্রাণঘাতী ভাইরাসের চিকিৎসা এবং ভ্যাকসিন আবিষ্কারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্ব জায়ান্ট ওষুধ কোম্পানিগুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ২০০ কোম্পানি প্রাণপণ চেষ্টা করছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর