ঢাকা, ০৮ সেপ্টেম্বর রোববার, ২০২৪ || ২৪ ভাদ্র ১৪৩১
good-food
৮৬

জর্ডানের হ্যাটট্রিক ও বাটলারের তাণ্ডবে সেমিতে ইংল্যান্ড

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৫৯ ২৪ জুন ২০২৪  

অধিনায়ক জস বাটলারের ক্ষ্যাপাটে ব্যাটিংয়ে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। মার্কিনিদের দেয়া ১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯.৪ ওভারে জয় তুলে নিয়েছে তারা। এতে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠলো ইংলিশরা।

 

রবিবার (২৩ জুন) ব্রিজটাউনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই অ্যান্দ্রিজ গুজকে হারায় যুক্তরাষ্ট্র। ওয়ানডাউনে নেমে নিতিশ কুমারকে নিয়ে ৩৪ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন স্টিভেন টেলর। পরে ১২ রান করে তিনি বিদায় নিলে চাপে পড়ে মার্কিনিরা।

 

অধিনায়ক অ্যারন জোন্স করেন মাত্র ১০ রান। দলীয় ৬৭ রানে নিতিশ বিদায় নেন ৩০ করে। পরে দলের হাল ধরেন কোরি অ্যান্ডারসন। ২৯ রান করে তিনিও ধরেন সাজঘরের পথ। এরপর হারমিত সিং ২১ রান ছাড়া বলার মতো ব্যাট চালাতে পারেননি কেউ। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ১১৫ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্রের ইনিংস।

 

ইংল্যান্ডের পক্ষে জর্ডান ৪টি, স্যাম কারান ও আদিল রশিদ ২টি করে উইকেট তুলে নেন। এছাড়া রিচ টপলি ও লিয়াম লিভিংস্টোন ১টি করে উইকেট লাভ করেন। এর মধ্যে ১৯তম ওভারে এবারের আসরের তৃতীয় হ্যাটট্রিক করেন জর্ডান। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের ইতিহাসে এটিই ইংল্যান্ডের হয়ে প্রথম হ্যাটট্রিক, রেকর্ডও বটে।

 

জবাব দিতে নেমে শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকেন বাটলার। কেবল ৩৮ বলে ৬ চার ও ৭টি ছক্কায় ৮৩ রানের হার না মানা বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।  ওপেনার হিসেবে অপর প্রান্তে দর্শকের ভূমিকায় ছিলেন ফিল সল্ট। ২১ বলে ২৫ রানে অপরাজিত থাকেন তিনি। 

 

তাতে ১০ উইকেট এবং ১০.২ ওভার হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ইংল্যান্ড। সেই সুবাদে সবার আগে সেমিতে খেলা নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।