ঢাকা, ২২ জানুয়ারি বুধবার, ২০২৫ || ৯ মাঘ ১৪৩১
good-food
২৩০

জলাবদ্ধতায় চরম দুর্ভোগ নগরবাসীর

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৪ ১২ জুলাই ২০২৪  

শুক্রবার (১২ জুলাই) সকাল ৬টা থেকে দুপুর ১১টা পর্যন্ত ঢাকায় ৫ ঘণ্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রবল বর্ষণে রাজধানীর অনেক সড়ক পানির নিচে তলিয়ে গেছে। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাইরে মানুষের চলাচল ছিল কম। প্রাইভেট কার, অটোরিকশাও বিকল হয়ে পড়ে থেকেছে রাস্তায়। যানবাহন চলেছে ধীরগতিতে, দেখা গেছে যানজট।

 

কিছু এলাকায় যান চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে পুরো রাজধানী। নগরবাসী পড়েছেন নজিরবিহীন দুর্ভোগে। চলতি বছরের মধ্যে বৃষ্টিতে ভোগান্তি সবচেয়ে বেশি। এ নিয়ে সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তুমুল সমালোচনা চলছে।

 

এছাড়া শান্তিনগর, মালিবাগ, মৌচাক, কাকরাইল, নয়াপল্টন, পুরানা পল্টন, আরামবাগ, শাহজাহানপুর, ফকিরেরপুল, বিজয়নগর সড়কে পানি উঠেছে। পানিতে তলিয়েছে দয়াগঞ্জ মোড়, সায়দাবাদ বাস টার্মিনাল, নিমতলী, কমলাপুরের কাছে টয়েনবি সার্কুলার রোড, যাত্রাবাড়ী, কাজলা, শনির আখাড়া, রায়েরবাগ, গোলাপবাগের নিচু এলাকাসহ আরও কয়েক এলাকায়। সড়কে কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর সমান পানি জমে যায়। এতে বিঘ্নিত হয় যানবাহন চলাচল।

 

নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, টানা বৃষ্টিতে কাকরাইল, মোহাম্মদপুর, শ্যাওড়াপাড়া, কাজীপাড়াসহ মিরপুরের বিভিন্ন এলাকা এবং মিরপুরে মাজার রোড, এলিফ্যান্ট রোড, মৎস্যভবন, সেন্ট্রাল রোড, ধানমন্ডির ২৭ নম্বর, কারওয়ান বাজার, ফার্মগেট, তেজগাঁও, বিজয় সরণি, পশ্চিম তেজতুরী বাজার, তেজকুনি পাড়া, দক্ষিণ মনিপুরের মোল্লাপাড়া, মহাখালীর বিভিন্ন রাস্তায় পানি জমেছে।

 

এদিকে বৃষ্টির কারনে অনেক এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে। ছুটির দিনে ঘুম থেকে উঠে অনেকে রান্নার চুলা জ্বালাতে পারেনি। জলাবদ্ধতার জন্য হোটেলগুলোও বন্ধ হয়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়তে হয়েছে নগরবাসীকে।ভুক্তভোগীদের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। পানি যেতে পারছে না। কোথাও কোথাও পানি ড্রেনের ঢাকনার মুখ দিয়ে ওপরে বের হয়ে আসছে। সিটি করপোরেশনের কেউ কাজ করছে না। নগরীর দুই মেয়রের কাউকে রাজপথে দেখা যায়নি। 

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর