ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪০২

জাতীয় সংগীতে কণ্ঠ মেলাতে গিয়ে কাঁদলেন পলক

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৬ ১৭ জানুয়ারি ২০২০  

জাতীয় সংগীতে কণ্ঠ মেলাতে গিয়ে কাঁদলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অনেকেই জাতীয় সংগীত গাইতে পারে না। তাদের কষ্ট আমাকে কাঁদায়।
শুক্রবার সন্ধ্যায় নাটোরের সিংড়ায় চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অসহায় ৪০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পলক। সি আর আই জি বাংলাদেশ এর সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান প্রতিমন্ত্রী। এসময় কেঁদে ফেলেন তিনি। 
পলক বলেন, নিজেকে প্রতিবন্ধী মনে করবেন না, আপনারা সুস্থ-সবল। আমরা সমাজের সব সুযোগ-সুবিধা ভোগ করি। অথচ আমরাই বেশি দুর্নীতি করি। 
তিনি বলেন, সমাজের দুর্নীতিবাজরাই বুদ্ধি প্রতিবন্ধী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী সুরক্ষা আইন করেছেন। উনি প্রতিবন্ধী বিদ্যালয়ের মাধ্যমে তাদের শিক্ষিত করে সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার পক্ষ থেকে ঘরে ঘরে গিয়ে শীতবস্ত্র পৌঁছে দেয়া হবে। সিংড়ার কোনো পরিবারের সদস্যরা যেন শীতে কষ্ট না পায়। প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের গুরুত্ব দিয়েছেন। তার সুযোগ্য পুত্র জয় তরুণ প্রজন্মকে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে কাজ করে যাচ্ছেন। সারাদেশে ২৮টি হাইটেক পার্ক স্থাপনের কাজ শুরু করেছে। ৮ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করেছে।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর