ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
১১৯

জামায়াত-শিবির নিষিদ্ধে যেকোনো মুহূর্তে প্রজ্ঞাপন

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:২৪ ১ আগস্ট ২০২৪  

জামায়াত-শিবির নিষিদ্ধের জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের দাবি পুরোনো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (৩১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

 

আসাদুজ্জামান খান কামাল বলেন, সন্ত্রাস দমন আইনের-১৮ অনুচ্ছেদ অনুযায়ী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে। তবে তা এখনো প্রক্রিয়াধীন। যেকোনো মুহূর্তে সিদ্ধান্ত জানানোসহ প্রজ্ঞাপন জারি হতে পারে। 

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত-শিবির চলমান পরিস্থিতি তৈরি করেছে। শিক্ষার্থীদের সামনে রেখে তারা ধ্বংসাত্মক কাজ করেছে। তাদের বিচারের মুখোমুখি করতেই রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে। 

 

তিনি বলেন, দীর্ঘদিন ধরে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবী জানিয়ে আসছিল সুশীল সমাজ। সেটা বিবেচনা করে এবং জানমালের নিরাপত্তার স্বার্থে সিদ্ধান্তে পৌঁছেছি আমরা। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে ব্যাপক সহিংসতা চালিয়েছে তারা।  

 

মন্ত্রী বলেন, ১৫ আগস্ট যথাযথ মর্যাদায় পালন করা হবে। সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।