ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
৮৪০

জাহাঙ্গীর কবির নানক হাসপাতালে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩২ ৬ জানুয়ারি ২০২০  

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। সোমবার সকাল সাড়ে ৯টায় তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবার ও হাসপাতাল সূত্র জানিয়েছে, এদিন সকালে বুকে ব্যথা হলে নানককে চেকআপের জন্য হাসপাতালে নেয়া হয়। পরে তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসক। ল্যাবএইডের করোনারি কেয়ার ইউনিট-১ (সিসিইউ) ভর্তি আছেন তিনি। 

এর আগে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের হার্টে রিং পরানো হয়েছে।