ঢাকা, ২৩ ফেব্রুয়ারি রোববার, ২০২৫ || ১১ ফাল্গুন ১৪৩১
good-food

জিরে-লেবুর পানি পানে মিলবে যেসব আশ্চর্যজনক উপকারিতা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩৯ ২৩ ফেব্রুয়ারি ২০২৫  

আজকের ব্যস্ত জীবনে সুস্থ থাকা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে কিছু ছোট পদ্ধতি আমাদের স্বাস্থ্যের উন্নতি করতে পারে। অনেকেই সকালে খালি পেটে গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেয়ে থাকেন। যা খাওয়ার উপকারিতা কমবেশি সকলেরই জানা। অনেকে আবার এই পানীয় খেয়ে মেদ ঝরানোর চেষ্টা করেন। 

 

তবে কিছু মানুষ আবার হজমশক্তি উন্নত করতেও এই পানীয়ে চুমুক দেন। তবে এর বদলে এই পানীয়ে জিরে দেওয়া যায়? এটি দিয়ে তৈরি পানীয় কেবল বানানোই সহজ নয়, অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। জিরে ও লেবু উভয়ই পুষ্টিগুণে সমৃদ্ধ। মিশ্রণটি শরীরের জন্য অত্যন্ত উপকারী বলে প্রমাণিত হয়। আসুন জেনে নিই খালি পেটে জিরে-লেবুর পানি পান করার উপকারিতা কী কী- 

 

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী জিরে ও লেবু 
উভয়ই অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ। এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। লেবুতে উপস্থিত ভিটামিন সি, শরীরকে টক্সিন মুক্ত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সক্রিয় করে। তাই প্রতিদিন এই পানীয় পান করলে আপনি রোগ থেকে দূরে থাকতে পারবেন। 

 

শরীরকে টক্সিন মুক্ত করে জিরে-লেবুর পানি 
শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে। জিরে লিভারকে সক্রিয় করে এবং লেবু শরীরের পিএইচ স্তর ভারসাম্যপূর্ণ রাখে। এটি শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে এবং ত্বককে উজ্জ্বল করে তোলে। . শক্তি বৃদ্ধিকারী 
সকালে খালি পেটে জিরে-লেবুর পানি পান করলে শরীরে তাৎক্ষণিক শক্তি আসে। এই পানীয় শরীরকে হাইড্রেট করে এবং ক্লান্তি দূর করে। এছাড়াও এটি মস্তিষ্ককে সক্রিয় করে এবং মনোযোগ বৃদ্ধি করে। 

 

ওজন কমাতে সহায়ক 
যদি আপনি ওজন কমানোর চেষ্টা করেন, তাহলে জিরে-লেবুর পানি আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প। জিরে শরীরের বিপাক ক্রিয়া বাড়ায়, যা দ্রুত ক্যালোরি পোড়াতে সাহায্য করে। লেবুতে উপস্থিত ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের চর্বি কমাতে সাহায্য করে। সকালে খালি পেটে এই পানি পান করলে ওজন কমানোর প্রক্রিয়া দ্রুত হয়। 

 

পাচনতন্ত্রকে শক্তিশালী করে 
জিরে হজম শক্তি বৃদ্ধি করে বলে জানা যায়। এতে উপস্থিত এনজাইমগুলো হজমশক্তি উন্নত করে এবং খাবার সহজে হজম করতে সাহায্য করে। লেবুতে উপস্থিত সাইট্রিক অ্যাসিড পাচনতন্ত্রকেও সক্রিয় করে। খালি পেটে জিরে-লেবুর পানি পান করলে কোষ্ঠকাঠিন্য, গ্যাস এবং অ্যাসিডিটির মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। 

 

ত্বকের জন্য উপকারী 
জিরে ও লেবু উভয়ই ত্বকের জন্য খুবই উপকারী। জিরেতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে ফ্রি র‍্যাডিকেল থেকে রক্ষা করে এবং লেবু ত্বকের রঙ উজ্জ্বল করে। নিয়মিত এই পানীয় পান করলে ব্রণ, বলিরেখা ও দাগের সমস্যা কমে। 

 

রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে
জিরে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক। এটি ইনসুলিনের উৎপাদন বাড়ায় এবং চিনির মাত্রা ভারসাম্যপূর্ণ রাখে। ডায়াবেটিস রোগীদের জন্যও লেবু খাওয়া উপকারী। তাই খালি পেটে জিরে-লেবুর পানি পান করলে ডায়াবেটিসের ঝুঁকি কমানো যায়। 

 

জিরে-লেবুর পানি কীভাবে প্রস্তুত করবেন? 
এই পানীয়টি তৈরি করা খুবই সহজ। এজন্য এক গ্লাস হালকা গরম পানিতে এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো এবং অর্ধেক লেবুর রস মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে সকালে খালি পেটে পান করুন।

লাইফস্টাইল বিভাগের পাঠকপ্রিয় খবর